শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাঘের দর্শন পেল সুন্দরবনের বাসিন্দারা। 


গতকাল শেষ বিকেলে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের পিরখালি ৫ নম্বর জঙ্গলে দোবাঁকি খালের কাছে এক রয়্যাল বেঙ্গলের দেখা পান পর্যটকরা। লোকজনের আনাগোনা টের পেতেই নদী পেরিয়ে লম্বা দৌড়ে জঙ্গলে ফিরে যায় বাঘটি। সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গলের দেখা পেয়ে স্বভাবতই খুশি পর্যটকরা। 


আরও পড়ুন: South 24 Paraganas: বাড়ির ফেরার পথে গাছে ধাক্কা বাইকের, ঘটনাস্থলে মৃত্যু ৩ যুবকের


দিন দুই আগেই সুন্দরবন এলাকায় লোকালয়ের কাছে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। গ্রামবাসীদের দেওয়া ভিডিওয় এমনই ছবিই ধরা পড়ে। যদিও বন দফতরের দাবি, বাঘ যাতে লোকালয়ে ঢুকে না পড়ে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া আছে। বনমন্ত্রী জানিয়েছেন, বিস্তীর্ণ এলাকায় অত্যাধুনিক ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে। নদীর ধার ধরে ছুটে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতে পাওয়া যাচ্ছে যে কোনওক্রমে সেই বাঘকে জঙ্গলে ফেরত পাঠান বনরক্ষীরা। সুন্দরবন কোস্টাল থানার ১০ নম্বর ঘেড়ি এলাকায় এমনই ঘটনা ঘটেছে। এর আগেও দু’সপ্তাহ আগে সজনেখালির বিট অফিসের অদূরে চলে আসে আরও একটি বাঘ। আর পরপর এই ধরণের ঘটনাতেই চরম আতঙ্কে গ্রামবাসীরা। কখন বিপদ আসবে, তা ভেবেই ঘুম উড়েছে সকলের। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, জঙ্গল থেকে প্রায়ই লোকালয়ের খুব কাছে চলে আসছে বাঘ। যদিও এই বিষয়ে সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর জানিয়েছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। কোনও কারণে হয়তো বাঘ জঙ্গল থেকে বাইরে চলে আসে। তবে সুন্দরবন অঞ্চলে বাঘের লোকালয়ে আসা ঠেকাতে ১০৫ কিলোমিটার এলাকয় বেড়া দেওয়া আছে। নজরদারিতে রয়েছে ১৭টি ক্যাম্প। এছাড়া জলপথেও নজরদারিতে রয়েছে ৭টি ভ্রাম্যমাণ ক্যাম্প। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানিয়েছেন যে, আগামী দিনে অত্যাধুনিক ফেন্সিং দেওয়া হবে। বন দফতর বারবার আশ্বস্ত করছে, তবে ভয় কাটছে না গ্রামবাসীদের।