Share Market: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের (Ayodhya RamTemple)। উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ram Mandir Inauguration) এখন থেকেই তোড়জোড় তুঙ্গে। সারা দেশজুড়েই যেন একটা বিরাট উৎসবের আমেজ। এবার সেই আমেজের ছাপ কি বাজারেও (Stock Market) লাগবে? এই বিরাট বড় উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে ভারতের বিভিন্ন কোম্পানির ব্যবসা কি প্রভাবিত হবে না?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু স্টকে এই সময় বড় লাফ দেখা দিতে পারে। কারণ ইতিমধ্যেই অযোধ্যার উদ্দেশ্যে বহু মানুষ রওনা হয়েছেন। ফলে এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে হোটেল, রিসর্ট ইত্যাদির ব্যবসা এই সময় বেশ ভাল হবে। এখন এই ব্যবসার সঙ্গে যুক্ত যে সমস্ত স্টক (Stocks to Buy) বাজারে নথিভুক্ত আছে, তাদের দিকে নজর দেওয়া যেতে পারে।
কোন কোন সেক্টরে নজর?
রামমন্দিরের (Ayodhya RamTemple) উদ্বোধনকে ঘিরে পর্যটকদের একটা বিপুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, আর সেটাই ট্যুরিজম (Tourism) সেক্টরে লাভের মুখ দেখাবে বলেই আশ্বাস বিশেষজ্ঞদের। তাঁদের মতে, এই সময়ের মধ্যে হোটেল, রেলওয়ে, কনসাম্পশন, বিমান ইত্যাদি সেক্টরগুলিতে বড় অঙ্কের মুনাফা হতে পারে। চাইলে এখানে বিনিয়োগ করেও বেশ খানিকটা লাভ পাওয়া যেতে পারে খুব কম সময়ের মধ্যে।
অন্যদিকে, ফুড অ্যান্ড বেভারেজ (Food and Beverage) এবং রিটেইল স্টোরের (Retail Store) উপর নজর থাকবে এই সময়। রামমন্দিরের উদ্বোধনে এই সেক্টরের স্টকের (Stocks to Buy) দামও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কোন স্টকে বেশি নজর?
বাজার বিশেষজ্ঞদের মতে, রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বাজারে ঝড় তুলতে পারে ৫টি স্টক। চলুন দেখে নেওয়া যাক, এই তালিকায় কোন কোন স্টক রয়েছে।
EaseMyTrip
পর্যটনের ক্ষেত্রে টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদি পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা। উপরোক্ত একই কারণে আপনি চাইলে এই স্টকেও নজর রাখতে পারেন।
IRCTC
বিমানের মতই নজর রাখা যেতে পারে রেলওয়ে পরিষেবার দিকেও। IRCTC দেশের অন্যতম রেলওয়ে পরিষেবাদানকারী সংস্থা যা আগেও বহুবার বিনিয়োগকারীদের মুনাফা এনে দিয়েছে। শুধুমাত্র রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই সংস্থা সারা দেশ জুড়ে ১ হাজার ট্রেন চালাবে বলে জানা গিয়েছে। আবার একইসঙ্গে ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনও চালু করা হয়েছে সংস্থার তরফে পর্যটকদের বিলাসবহুল যাত্রা নিশ্চিত করতে। ফলে এই স্টকেও লাভের মুখ দেখতে পারেন বিনিয়োগকারীরা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
Praveg Limited
বিশেষজ্ঞদের মতে, অযোধ্যার আশেপাশেই এই সংস্থার বেশ কিছু লাক্সারি হোটেল রয়েছে। রামমন্দিরের কাছেই এর হোটেলগুলি রয়েছে যেগুলির বেশিরভাগই এখন থেকেই বুকড হয়ে গিয়েছে। ফলে এই কোম্পানির স্টকে বিনিয়োগ করলে নিশ্চিত লাভের মুখ দেখতে পারেন বিনিয়োগকারীরা।
ITC
রামমন্দিরের উদ্বোধনে প্রভাব পড়তে পারে ITC-র দামেও। বাড়বে? বাড়লে কতটা বাড়বে সেটা এখনই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে ভোগ্যপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, হোটেল ব্যবসা সবেতেই এখন ঢুকে পড়েছে এই কোম্পানি। তাই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আগামী ত্রৈমাসিকে ভাল ব্য়বসা দিতে পারে কোম্পানি। যার ফল পড়বে স্টকের ওপর।
IndiGo
ভারতের অন্যতম বড় যাত্রীবাহী বিমান সংস্থা ইন্ডিগো। সম্প্রতি কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর যেখান থেকে উড়ান সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় মানুষকে একত্রিত করতে সহায়তা করবে ইন্ডিগোর বিমান। ফলে ইন্ডিগোর ব্যবসা যে ভালোই হবে সে ব্যাপারে নিঃসন্দেহ বাজার বিশ্লেষকরা।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: Happy Forgings IPO Listing: লিস্টিংয়েই দারুণ লাভ, ৮৫০ টাকার শেয়ার ছুঁল ১০০০ টাকা