কলকাতা: বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার মাঝে বুধবার দিনভর একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্য়েই ঘোরাফেরা করেছে ভারতের শেয়ার বাজার। খুবই সামান্য উঠে বাজার শেষ করেছে Nifty 50-এর সূচক। বুধবার Nifty 50 শেষ করেছে ২০৯২৬ -এ। বৃহস্পতিবার সেনসেক্সও (Sensex) মাত্র ৩৩ পয়েন্ট উঠে শেষ করেছে ৬৯৫৮৪ স্তরে। যদিও গতকাল সামান্য নীচে নেমে শেষ করেছে Bank Nifty।
বিশেষজ্ঞরা সামগ্রিকভাবে ভারতীয় শেয়ার বাজার (Share Market) নিয়ে এখনই কোনও উদ্বেগের কারণ দেখছেন না। তবে Nifty 50 সূচকের ইমিডিয়েট সাপোর্ট (Immediate Support) এখন থাকবে ২০৮৫০ স্তরে। এই সূচক (Index) উপরে উঠতে গেলে ২১১০০-এর স্তর ভাঙতে হবেই বলে মত বিশেষজ্ঞদের।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন নিফটি (Nifty) ২১০০০ স্তরে শক্তিশালী রেজিস্ট্যান্স দিচ্ছে, গতকাল ইন্ট্রা-ডে ট্রেডিংয়ে (Intraday Trading) কিছুমাত্রায় বিনিয়োগকারীরা লাভ তুলেছেন (Profit Booking), যার জন্য ২০৮৫০ স্তরে নিফটি সূচক নেমে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২১০০০-এর স্তর পেরিয়ে গেলে তারপর নিফটি ২১৮০০-২১৯০০ স্তর ছুঁতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার বাজারের জন্য Nifty 50-তে ইমিডিয়েট সাপোর্ট ২০৫৫০ স্তরে দেখা যাবে, রেজিস্ট্যান্স দেখা যাবে ২১০৫০ স্তরে। এদিন Bank Nifty-এর দৈনিক রেঞ্জ (Daily Range) থাকতে পারে ৪৬৭০০ থেকে ৪৭৫০০-তে।
আজ কোন স্টকে নজর?
১. Jai Corp: কেনা: ৩৩৮ টাকা। বিক্রি: ৩৫২ টাকা। স্টপ লস: ৩৩৩ টাকা
২. Radico Khaitan: কেনা: ১৬৯৪.৩৫ টাকা। বিক্রি: ১৭৬৫ টাকা। স্টপ লস: ১৬৭০ টাকা
৩. Greenpanel Industries: কেনা: ৩৫৩.৪৫ টাকা। বিক্রি: ৩৭৭ টাকা। স্টপ লস: ৩৪৭ টাকা
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আজ জ্বালানির দামে বদল? বাংলায় পেট্রোল-ডিজেলের দর কত?