কলকাতা: সম্প্রতি বারবার ছন্দপতন হয়েছে ভারতীয় স্টক মার্কেটে। একাধিক সূচকের পতন হয়েছে বারবার। মঙ্গলবার বাজারে ধসের পরে উল্টোছবি দেখা গিয়েছে বুধবারের বাজারে। একাধিক দুশ্চিন্তার মধ্যেই কিছুটা উঠেছে বাজার। কিছু সূচক উঠলেও সামগ্রিক ভাবে বাজার বিশাল কিছু উত্থান হয়নি। 


বুধবার নিফটি ৫০ সূচক ২১ পয়েন্ট উঠে শেষ করেছিল ২১৮৩৯ পয়েন্টে। অন্যদিকে বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৯ পয়েন্ট উঠে শেষ করেছিল ৭২১০১ স্তরে। যদিও ব্যাঙ্ক নিফটি নীচের দিকেই ছিল। ৭৩ পয়েন্ট কমে শেষ করেছিল ৪৬৩১০ পয়েন্টে।  


বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নানা ওঠানামার মধ্যে নিফটি ৫০ (Nifty 50) সূচক বুধবার ইন্ট্রাডে (Intraday Low) লো থেকে ফিরে এসেছে। মিড ক্যাপ স্টকে কেনাকাটা বেশি হওয়ার দরুণ এমনটা হয়েছে। ভারতীয় স্টক মার্কেটে (Indian Stock Market) এখন যা অবস্থা তাতে চিন্তার কারণ যে একেবারে নেই তা বলছেন না বিশেষজ্ঞরা। নিফটি ৫০ সূচক ২২ হাজারে স্তর ভাঙলে বিষয়টি ভালর দিকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


বুধবার ২১৭০০ স্তর থেকে ফের উপরে উঠেছে বাজার। মিড ক্যাপ সেগমেন্ট থেকেও সাপোর্ট মিলেছে। ফলে বাজার শেষ হয়েছে ২১৮৫০ স্তরে। যা 50EMA স্তরের সমতুল। বাজার যদি সাবধানী পদক্ষেপ নেয় এবং ২২০০০ স্তরের উপরে গিয়ে শেষ হয় তাহলে বিনিয়োগকারীরা ভরসা পেতে পারেন। 


ব্যাঙ্ক নিফটি চিন্তায় রেখেছে বিনিয়োগকারীদের। বুধবার ৪৬৫০০ স্তরের উপরে থাকতে পারেনি ব্যাঙ্ক নিফটি (Bank Nifty Daily Range) সূচক। শেষ করেছে ৪৬৩০০ স্তরে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা। এই সূচক ৪৭৩০০ স্তর পেরোলে তখনই বলা যাবে সামগ্রিক ভাবে ভালদিকে গতি নিচ্ছে বাজার।  


আজ নিফটি ৫০ -এর ইমিডিয়েট সাপোর্ট (Immediate Support) থাকবে ২১৭০০ স্তরে এবং রেজিস্ট্যান্স থাকবে ২২০০০ স্তরে। ব্যাঙ্ক নিফটির ডেলি রেঞ্জ থাকবে ৪৫৮০০ থেকে। 


আজ কোন কোন স্টকে (Stock for today) নজর?
 
১. SBI: কেনা ৭৩৬ টাকা, টার্গেট ৭৭০ টাকা, স্টপ লস ৭২০ টাকা


২. Colgate Palmolive: কেনা ২৬৬৪ টাকা, টার্গেট ২৭৮০ টাকা, স্টপ লস ২৬০০ টাকা


৩. Delhivery: কেনা ৪৬৩.৫০ টাকা, টার্গেট ৪৮৫ টাকা, স্টপ লস ৪৫৪ টাকা


আরও পড়ুন: টাকা ধার করে মিলেছে ছেলের দেহ, পাননি ক্ষতিপূরণও, গার্ডেনরিচে প্রাণহানিতে অথৈ জলে একাধিক পরিবার