নয়াদিল্লি: বিশ্ববাণিজ্যের গতি নির্ধারণই করে না শুধু, কোনও দেশের অর্থনীতির জীবনীশক্তি ধরে রাখার ক্ষেত্রেও প্রধান ভূমিকা মুদ্রার। অর্থনৈতিক ভাবে কোন দেশ কতটা স্থিতিশীল, সেদেশের মুদ্রার উপরও তা অনেকাংশে নির্ভরশীল। বিদেশি বিনিয়োগ থেকে কূটনৈতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা মুদ্রার। পৃথিবীর ১৮০টি মনুদ্রাই রাষ্ট্রপুঞ্জের বৈধতাপ্রাপ্ত। এর মধ্যেই শক্তিশালী এবং দুর্বল মুদ্রার ভাগ রয়েছে। সেই দৌড়ে এবার পিছনে পড়ে গেল আমেরিকার ডলার। (Strongest Currency in The World)


আন্তর্জাতিক ফোর্বস ম্যাগাজিন ২০২৪ সালে ব্যবহৃত পৃথিবীর দশ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষস্থান দখল করেছে কুয়েতের মুদ্রা, কুয়েতি দিনার। আমেরিকার ডলারের সঙ্গে তুলনা করলে, এক কুয়েতি দিনারের সমকক্ষ আমেরিকার ৩.২৫ ডলার। এক কুয়েতি দিনার ভারতীয় মুদ্রায় ২৭০ টাকা ২৩ পয়সা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনের দিনার। এক বাহরাইনি  দিনারের মূল্য ২.৬৫ ডলার (আমেরিকা)। ভারতীয় মুদ্রায় আবার তা ২২০ টাকা ৪ পয়সা। (World Currency List)


তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওমানে ব্যবহৃত ওমানি রিয়াল। এক ওমানি রিয়াল ভারতীয় মুদ্রা. ২১৫ টাকা ৮৪ পয়সা। আমেরিকার ডলারের নিরিখে তার মূল্য ২.৬০। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জর্ডানে ব্যবহৃত জর্ডানি দিনার। ভারতীয় মুদ্রায় এক জর্ডানি দিনারের মূল্য ১১৭ টাকা ১০ পয়সা। ডলারের নিরিখে মূল্য ১.১৪১। জিব্রালটরের পাউন্ড তালিকায় পঞ্চম স্থানে রয়েছে, ভারতীয় মুদ্রায় ১০৫ টাকা ৫২ পয়সা, ডলারে ১.২৭। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ব্রিটেনের পাউন্ড, ভারতীয় মুদ্রায় ১০৫ টাকা ৫৪ পয়সা, ডলারে ১.২৭। সপ্তম স্থানে থাকা কেম্যান আইল্যান্ড ডলারের মূল্য ভারতীয় মুদ্রায় ৯৯ টাকা ৭৬ পয়সা, ডলারে, ১.২০।  সুইস ফ্রাঙ্ক তালিকায় অষ্টম স্থানে রয়েছে, ভারতীয় মুদ্রায় ৯৭ টাকা ৫৪ পয়সা, ডলারে ১.১৭। ইউরো রয়েছে নবম স্থানে, ভারতীয় মুদ্রায় ৯০ টাকা ৮০ পয়সা, ডলারে ১.০৯।


আরও পড়ুন: Share Market Closing: একদিনে ৪ লক্ষ কোটি টাকার ক্ষতি, নিফটি-সেনসেক্স পড়ল ২ শতাংশের বেশি,এখন সাপোর্ট কোথায় জানেন ?


তালিকায় দশম স্থানে রয়েছে আমেরিকার ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৩ টাকা ১০ পয়সা। বিশ্ববাণিজ্যে আমেরিকার ডলারের ব্যবহারই সর্বাধিক প্রচলিত। প্রাথমিক সঞ্চিত মুদ্রা হিসেবেও আমেরিকার ডলারই ব্যবহৃত হয় গোটা পৃথিবীতে। কিন্তু জনপ্রিয়তা বিপুল হলেও, শক্তিশালী মুদ্রার তালিকায় দশম স্থানে জায়গা পেল আমেরিকার ডলার। বুধবার আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিনিময়ের যে দর প্রকাশ করেছে, সেই তালিকায় ১৫তম স্থানে রয়েছে ভারতের টাকা। বুধবারের দর অনুযায়ী, ভারতীয় মুদ্রায় আমেরিকার এক ডলারের মূল্য ৮৩ টাকা ১৩ পয়সা। 


১৯৬০ সালে কুয়েতি দিনারের প্রচলন। সেই থেকে এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে শীর্ষস্থান দখল করে রেখেছে তারা। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পশ্চিম এশিয়ার অর্থনীতি সবচেয়ে স্থিতিশীল। ভূগর্ভে সঞ্চিত তেল এবং করমুক্ত বাণিজ্যের দরুণই এই অসম্ভবকে সম্ভব করে দেখানো গিয়েছে। বুধবারের দর অনুযায়ী, ভারতীয় মুদ্রায় এক কুয়েতি দিনারের মূল্য ২৭০ টাকা ১০ পয়সা। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত ১৯টি সদস্য দেশ ইউরোর ব্যবহার করে। বিশ্ববাণিজ্যে জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউরো। তার পরেও শক্তিশালী মুদ্রার তালিকায় নবম স্থান পেয়েছে ইউরো।