PM Modi Birthday: আজ ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। চুয়াত্তরে পা দিলেন প্রধানমন্ত্রী। প্রতি বছর তাঁর জন্মদিনে দেশের বিভিন্ন জায়গায় সফরে যান মোদি এবং কিছু নতুন সরকারি প্রকল্প চালু করেন বা শেষ করেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ওড়িশা গিয়েছেন এবং সেখানে তাঁর জন্মদিন (PM Modi Birthday) উদযাপন হবে। একইসঙ্গে আজ বিশ্বকর্মা পুজোও পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। আর এই ওড়িশা সফরেই তিনি দেশের মহিলাদের জন্য এক নতুন স্কিম (Subhadra Yojana) চালু করার কথা ঘোষণা করেন।


কীভাবে পালিত হচ্ছে মোদির জন্মদিন


ওড়িশা সফরেই ৭৪তম জন্মদিন উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওড়িশায় তিনি উদ্বোধন করবেন ওড়িশার মহিলাদের জন্য শুরু করা সুভদ্রা যোজনা। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত ২৬ লক্ষ ঘর উদ্বোধন করবেন। গঢ়খানা এবং ভুবনেশ্বরে এই ঘর উদ্বোধন করেছেন মোদি। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছানোর পরেই সৈনিক স্কুলের পাশের বস্তি এলাকায় পরিদর্শন করবেন তিনি। ওড়িশার বিজু পট্টনায়েক বিমানবন্দরে সকাল ১০.৫০ মিনিটে পৌঁছে গিয়েছেন মোদি। তারপর গঢ়খানা এলাকায় পিএম আবাস যোজনার গ্রাহকদের সঙ্গে কথা বলবেন তিনি।


সুভদ্রা যোজনা কী এবং কারা এই প্রকল্পের সুবিধে পাবেন


১৭ সেপ্টেম্বর আজ মঙ্গলবার ওড়িশায় চালু হয়েছে এই সুভদ্রা যোজনা প্রকল্প। মোদির জন্মদিন উপলক্ষ্যে এই নতুন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এই স্কিমের অধীনে প্রতি বছর ওরিশার এক কোটি দুস্থ মহিলাকে বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আর তাই জগন্নাথদেবের বোন সুভদ্রার নামানুসারে এই প্রকল্পের নামকরণ করা হবে। এই স্কিমে মহিলা গ্রাহকরা বছরে দুটি কিস্তিতে মোট ১০ হাজার টাকা করে পাবেন আগামী ৫ বছর ধরে।


প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রাহকদের সঙ্গে কথা বলবেন মোদি


আজ ওড়িশায় গিয়ে এই মর্মে আবাস যোজনার গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প শুরু করবেন মোদি। আর তাঁর মধ্যে একটি অন্যতম প্রকল্প হল এই সুভদ্রা যোজনা। আজ গঢ়খানা গ্রামে সফর সেরে ১২টা নাগাদ ওড়িশার জনতা ময়দানে যাওয়ার কথা মোদির। সেখানে তাঁর ২৮৭১ কোটির একটি রেলওয়ে প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে। একইসঙ্গে আজ ১ হাজার কোটির সড়ক প্রকল্পও উদ্বোধন করা হবে।



আরও পড়ুন: Gold Silver Price: বিশ্বকর্মা পুজোর দিনে দাম কমল সোনার, আজ কিনলে কত সস্তায় পাবেন ?