Success Story: এই কাহিনি যেন বাস্তবের রূপকথা। গল্প নয়, সত্যি। এক কেরালার যুবকের কাহিনি। দিন আনি দিন খাই সংসার থেকে অভাব-কষ্ট পেরিয়ে সেই যুবকই আজ বিশাল বড় কোম্পানির মালিক (Success Story)। বাবা ছিলেন সামান্য এক কুলি, থাকতেন একটা ছোট্ট ঘুপচি ঘরে। দিনে ঠিকমত খাবারও জুটত না। আর আজ ৩০০০ কোটি টাকার কোম্পানির মালিক সেই যুবক। মুস্তাফা। পিসি মুস্তাফার (PC Mustafa) জীবনের সংগ্রাম চমকে দেবে আপনাকেও।
মুস্তাফার বেড়ে ওঠা
কেরালার এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয় পিসি মুস্তাফার। বাবা ছিলেন এক দিনমজুর। দিনে মাত্র ১০ টাকা আয় হত তাঁর। স্কুলে পড়তে পড়তেই তাই টাকা রোজগারের জন্য মুস্তাফা ভাবেন যে তিনিও তাঁর বাবার মত দিনমজুরি করবেন। কিন্তু বাধ সাধেন তাঁর স্কুলের এক শিক্ষক। তিনি চান যাতে মুস্তাফা পড়াশোনা চালিয়ে যান। সেই থেকেই পড়াশোনার প্রতি অদম্য নেশা জেগে ওঠে মুস্তাফার (PC Mustafa)। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর শিক্ষা সম্পূর্ণ করেন পিসি মুস্তাফা।
প্রবল কষ্ট
পড়াশোনার পাশাপাশি সংসারে টাকার দরকার ছিল খুব। মুস্তাফা (PC Mustafa) তাই অবসরে গ্রামে গ্রামে জ্বালানি কাঠ বিক্রি করে কিছু টাকা রোজগার করতেন সংসারের জন্য। আর সেই টাকা থেকেও অল্প অল্প করে জমিয়ে একটা ছাগল কেনেন মুস্তাফা। বলা যায়, ১৫০ টাকায় কেনা সেই ছাগলই ছিল তাঁদের পরিবারের প্রথম সম্পদ। তার কিছুদিন পর সেই ছাগল বিক্রি করে একটি গরু কেনেন মুস্তাফা আর সেই গরুই পরবর্তীকালে তাঁদের পরিবার প্রতিপালনে সহায়তা করে। দিন আনি দিন খাই সংসারে হাল ফেরে। গরুর দাক্ষিণ্যে তিনবেলা ভাল খাবার জুটে যায় তাঁদের।
সাফল্যের পথ
মার্কিন দুনিয়ায় একটি কোম্পানিতে চাকরিও পান মুস্তাফা, সেখানে কিছুদিন কাজ করার পর তিনি দেশে ফিরে আসেন। ভাবতে থাকেন নিজের একটি ব্যবসা দাঁড় করানোর কথা। ২০০৬ সালে মুস্তাফা শুরু করেন তাঁর নিজের কোম্পানি আইডি ফ্রেশ (id Fresh)। 'রেডি টু কুক' ইডলি ব্যাটার বিক্রি করাই ছিল এই সংস্থার কাজ। ধীরে ধীরে মাত্র ২৫ হাজার টাকা পুঁজিতে একটি ৫০ স্কোয়ার ফিটের দোকান ঘর নিয়ে বেঙ্গালুরুতে ব্যবসা শুরু করেন মুস্তাফা।
সফল ব্যবসায়ী
প্রথমদিকে দোকানে দোকানে ১০০টি প্যাকেট পাঠালে তার ৯০টিই ফেরত আসত। কিন্তু আজ সেই কোম্পানির কিচেনে তৈরি হয় ১ লক্ষ কিলোর ইডলি ব্যাটার আর ৫ লক্ষ পরোটা। কোম্পানির (id Fresh) টার্ন ওভার ২০২১ সালে গিয়ে দাঁড়ায় ২৯৪ কোটি টাকা। মুস্তাফার এউ উত্থান অনুপ্রাণিত করবে দেশের সকল যুবক-তরুণদের, সফল ব্যবসায়ী (Success Story) হওয়ার পথে যারা আজ কঠিন বাধার সম্মুখীন হচ্ছেন। মুস্তাফা তাঁদের কাছে এক জীবন্ত দৃষ্টান্ত।