Sugar Stock: ইথানল প্রস্তুতির কিছু নীতিতে বদল এনেছে কেন্দ্র সরকার। আখের রস থেকে ইথানল প্রস্তুতিতে (Ethanol Production) কোনও বিধিনিষেধ আর রাখল না কেন্দ্র সরকার। যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হল। বৃহস্পতিবার একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয় সরকারের তরফ (Sugar Stocks) থেকে। এই বদলের ফলে উপকৃত হবেন আখচাষীরা, লাভ হবে চিনি কল ও সুগার স্টকগুলিতেও (Stock Market)। আর সেই নিয়মেই আজকের বাজারে এক লাফে ১৬ শতাংশ বাড়ল এই সুগার স্টকগুলি।


১ নভেম্বর থেকে ছাড় মিলবে


কেন্দ্র সরকারের উপভোক্তা দফতর, খাদ্য ও জন সরবরাহ মন্ত্রকের পক্ষ থেকে ২৯ অগাস্ট একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখের রস থেকে ইথানল উৎপাদনের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে দেশের সমস্ত চিনি কলগুলি আখের রস ও সিরাপ থেকে ইথানল প্রস্তুতিতে অনুমোদন পেল। ২০২৪-২৫ বর্ষের জন্যেই এই ছাড় দেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে এই নিয়ম কার্যকর হবে।


এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে


এখনও পর্যন্ত ইথানল উৎপাদন নিয়ে সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে দেশে। চিনি কলগুলি খুব সামান্য পরিমাণ আখের রস থেকে ইথানল উৎপাদন করতে পারেন। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি সরকার বি হেভি ও সি হেভি ক্যাটাগরির গুড় থেকেও ইথানল উৎপাদনে ছাড় দিয়েছে। এমনকী সরকার সমস্ত ডিস্টিলারি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছ থেকে ২৩ লক্ষ টন চাল কেনে ইথানল উৎপাদনের জন্য।


কী উদ্দেশ্য সরকারের


সরকারের মূল লক্ষ্যই হল দেশে ইথানল উৎপাদন বৃদ্ধি করা। ভারত সরকার সম্প্রতি একটি বিশেষ স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করেছে যাতে জ্বালানি তেলের সঙ্গে ইথানল মেশানো হবে। এই নীতির কারণে ইতিমধ্যেই পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো হচ্ছে। এখন প্রস্তুতি চলছে ডিজেলের সঙ্গে ইথানল মিশ্রণের। দেশকে সম্পূর্ণরূপে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য পেট্রোল ও ডিজেলে ইথানল মিশ্রণের কথা ভেবেছে কেন্দ্র সরকার।


এই সব শেয়ারের দাম বেড়েছে


ইথানল উৎপাদনের নীতি বদলের জন্য ভারতের শেয়ার বাজারে সুগার স্টকগুলির দাম একলাফে আজ অনেকটা বেড়ে গিয়েছে। আজ সকালের সেশনেই ১০ শতাংশ লাফ দিয়েছিল সুগার স্টকগুলি। ডালমিয়া ভারত সুগারের স্টকের দাম ১০.৬৭ শতাংশ বেড়েছে। পরে আরও দাম বাড়ে এই স্টকের। বাজার বন্ধের সময় এই স্টকের দাম বাড়ে ১৩ শতাংশ এবং ৫২ সপ্তাহের সর্বকালীন নতুন উচ্চতা তৈরি করে এই স্টক। অন্যদিকে গ্লোবাস স্পিরিট স্টকের দামও ১৩.২ শতাংশ বেড়ে পৌঁছে যায় ১০১৯.১৫ টাকায়। এছাড়াও ধামপুর সুগার মিল, মাওয়ানা সুগার, রাজশ্রী সুগার অ্যান্ড কেমিক্যালস, দ্বারকেশ সুগার ইন্ডাস্ট্রিজ ইত্যাদি সংস্থার শেয়ারের দামও আজকের বাজারে চড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ৭ থেকে ৯ শতাংশ দাম বেড়েছে সুগার স্টকের।


আরও পড়ুন: ৩৬৬২ কোটির ডিভিডেন্ড ! সরকারের কোষাগার ভরিয়ে দিল এই সংস্থা