নয়াদিল্লি : প্যারালিম্পিক্সে আসাধারণ শুরু ভারতের। মহিলা বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সাফল্য। সোনা জিতে নিলেন অবনী লেখারা। অন্যদিকে, ব্রোঞ্জ জয় মোনা আগরওয়ালের। 


ইভেন্টের দ্বিতীয় দিনেই নিজের সাফল্যের ধারা বজায় রাখলেন অবনী। এর সঙ্গে সঙ্গে ২২-এর এই শ্যুটার ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। এই স্বর্ণপদকের আগে, ২০২০-র টোকিও প্যারালিম্পিক্সেও নিজের ক্যাটেগরিতে শীর্ষ পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। অর্থাৎ, এই মুহূর্তে তাঁর ঝুলিতে ২টি সোনার পদক। এর সঙ্গে সঙ্গে প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি ২টি স্বর্ণ পদক জিতলেন। আর সার্বিক বিচারে দেখলে, তিনি দ্বিতীয় ভারতীয় যিনি, প্যারালিম্পিক্সে একাধিক সোনার পদক জিতলেন। এর আগে জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া ২টি স্বর্ণ পদক জিতেছিলেন। ২০০৪-এর এথেন্সে ও ২০১৬-র রিও প্যারালিম্পিক্সে।   


প্যারালিম্পিক্সের ইতিহাসে এটা লেখারের তৃতীয় পদক। ২টি সোনা ছাড়াও, ২০২০-র টোকিও প্যারালিম্পিক্সে একটি ব্রোঞ্জ জিতেছিলেন অবনী। এয়ার রাইফেল থ্রি পজিশন এসএইচ১ ক্যাটেগরিতে। প্যারালম্পিক্সে দেবেন্দ্র ঝাঝারিয়া ও যোগিন্দ্র সিং বেদির সঙ্গে যৌথভাবে সর্বাধিক পদকের রেকর্ড এখন তাঁর ঝুলিতে। ভারতীয় প্যারালিম্পিক্সের ইতিহাসে তিনিই সবথেকে সফল মহিলা অ্যাথিলট, একথা বলাই যায়।


এই ইভেন্টে অবনীর স্কোর ছিল ২৪৯.৭। প্যারালিম্পিক্সের মহিলা ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ক্যাটেগরিতে এটি নয়া রেকর্ড। এর আগে তাঁর রেকর্ড ছিল ২৪৯.৬। সেই রেকর্ড তিনি ভেঙে দিলেন। 


এপ্রসঙ্গে বলে রাখা ভাল, অবনী লেখারার এই সাফল্যের ইতিহাসের নেপথ্য কাহিনি সত্যিই নজরকাড়া। ২০১২ সালে তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। যার জেরে কোমর থেকে তিনি প্যারালাইজড হয়ে যান। কিন্তু, বাবা প্রবীণ লেখারার সাহায্যে তিনি ঘুরে দাঁড়ান। ২০১৫ সালে জয়পুরে জগৎপুর শ্যুটিং রেঞ্জে তিনি শ্যুটিংয়ের প্রতি তাঁর ভাল লাগা খুঁজে পান। এরপর অলিম্পিক্সে সোনা জয়ী অভিনব বিন্দ্রার আত্মজীবনীতে উদ্বুদ্ধ হয়ে নতুন ইনিংস শুরু করেন।


অবনী লেখারা ছাড়াও, একই ক্যাটেগরিতে ব্রোঞ্জ জিতে নিয়েছেন মোনা আগরওয়াল। এর দুই পদকের সঙ্গে সঙ্গে প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ খাতা খুলে ফেলল ভারত। এর আগে ২০২০ সালে টোকিও প্যারালিম্পিক্সে ১৯টি পদক জিতেছিল ভারত। এবার সেই পরিসংখ্যান পেরিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।