Post Office Pension Plan:বেসরকারি নানা স্কিমের মধ্য়েও এই সরকারি স্কিম দিচ্ছে আস্থা। কম বিনিয়োগে অসাধারণ রিটার্ন দিচ্ছে এই পোস্ট অফিসের স্কিম। জেনে নিন, কী রয়েছে সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইনস্যুরেন্স স্কিমে।
Indian Post Office: মুদ্রাস্ফীতির যুগে স্বল্প বিনিয়োগে জোর দিচ্ছে দেশবাসী। শেয়ার বাজারের অস্থিরতা থেকে দূরে থাকতে ভারতীয় ডাকঘর হল সবথেকে বিশ্বস্ত বিনিয়োগের জায়গা। প্রথম থেকেই পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। আমানতকারীদেরও নিরাশ করেনি ইন্ডিয়া পোস্ট। সময়ে সময়ে জনপ্রিয় স্কিম এনেছে পোস্ট অফিস। এবার পোস্ট অফিসের স্কিমে নতুন সংযোজন সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম। যা আপনাকে বিনিয়োগের উপর দুর্দান্ত রিটার্ন দেয়।
Sumangal Rural Postal Life Insurance:
ভারতীয় ডাক বিভাগের এই স্কিমে, একজন ব্যক্তি দৈনিক ৯৫ টাকা জমা দিয়ে ১৪ লক্ষ টাকার তহবিল তৈরি করতে পারেন। এই পলিসি নেওয়ার জন্য আপনার বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যেকোনও ভারতীয় নাগরিক এই সুবিধা নিতে পারেন।
Post Office Pension Plan: কী রয়েছে এই স্কিমে ?
এই সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম হল একটি এন্ডাওমেন্ট প্ল্যান। যাদের বার বার অর্থের প্রয়োজন তাদের জন্য এই স্কিমটি খুবই কাজের। এতে, বিমাকারী ব্যক্তি যখন জীবিত থাকেন, তখন তিনি অর্থ পান। অর্থাৎ, বিমাকারী ব্যক্তি তাঁর বিনিয়োগের অর্থ ফেরত পান। এর সঙ্গে বিমা কভারও পাওয়া যায় এই স্কিমে।
Indian Post Office: এইভাবে পান ১৪ লাখ টাকার ফান্ড
যদি আপনার বয়স ২৫ বছর হয় তাহলে আপনি ৭ লক্ষ টাকার বিমা সমেত ২০ বছরের জন্য এই পলিসি নিতে পারেন ৷ এতে আপনাকে প্রতিদিন ৯৫ টাকা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ মাসে ২৮৫০ টাকা জমা দিতে হবে আপনাকে। এই স্কিমে বিনিয়োগকারীকে ৩ মাসের জন্য কিস্তি পরিশোধ করলে ৮৮৫০ টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে ৬ মাসের জন্য আপনাকে ১৭,১০০ টাকা দিতে হবে। এইভাবে বিনিয়োগ করলে, আপনি ম্যাচুরিটিতে প্রায় ১৪ লক্ষ টাকা পাবেন।
Sumangal Rural Postal Life Insurance: এভাবে টাকা ফেরত পাবেন
এই স্কিমে ১০ লক্ষ টাকার নিশ্চিত বিমারাশি বা সাম অ্য়াসিওরড রয়েছে। পলিসিধারক মারা গেলে, পরিবার ১০ লক্ষ টাকা ছাড়াও বোনাস পেয়ে থাকেন। এই পলিসির মেয়াদ ১৫ ও ২০ বছর রাখা হয়েছে। আপনি ১৫ বছরের পলিসির আওতায় বিনিয়োগ করলে ৯ ও ১২ বছর পর বিমার অর্থের ওপর ২০ শতাংশ করে অর্থ ফেরত পাওয়া যাবে। বাকি ৪০ শতাংশ অর্থ বোনাস সহ ম্যাচিউরিটিক সময় পাওয়া যায়। একটি ২০ বছরের পলিসি করলে বিনিয়োগকারীকে ১৬ বছরে ২০ শতাংশ অর্থ ফেরত দেওয়া হয়। বাকি ৪০ শতাংশ ম্যাচিউরিটির উপর বোনাস সহ পান আমানতকারী।