IPO News: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগির বহু প্রতীক্ষিত আইপিও এবার বাজার নিয়ন্ত্রক সেবির কাছ থেকে অনুমোদন পেয়েছে। বিনিয়োগকারীরা এই আইপিওর (IPO Alert) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তারও আগে সুইগির (Swiggy IPO) শেয়ার কেনার জন্য দৌড় শুরু হয়েছে বলিউডের তারকামহলে। প্রথমে মাধুরী দীক্ষিত এই সংস্থায় (Upcoming IPO) বিনিয়োগ করার খবর দেন, তারপর জানা যায় রাহুল দ্রাবিড় থেকে অমিতাভ বচ্চন সকলেই টাকা ঢালছেন এই আইপিওতে।


এই বছর নভেম্বর মাসে আসতে চলেছে এই আইপিও


সুইগি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আইপিওর মাধ্যমে তারা বাজার থেকে ১ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করার চেষ্টা করছে। এর অর্থ এই আইপিওর ইস্যু সাইজ হতে চলেছে ভারতীয় মুদ্রায় ৮৩৫০ কোটি টাকারও বেশি। এভাবেই ভারতের সবথেকে বড় স্টার্টআপ আইপিও হিসেবে রেকর্ড গড়তে চলেছে সুইগি। সম্প্রতি আইপিও আনার জন্য সুইগির ড্রাফটটি অনুমোদন পেয়েছে সেবির। এই সংস্থা নভেম্বর মাসের শুরুতে তাদের আইপিও আনতে পারে বাজারে।


২ লক্ষ শেয়ার কিনলেন তারকারা


ইতিমধ্যেই সুইগির আইপিও নিয়ে বাজারে সাড়া পড়ে গিয়েছে। এই সংস্থা অনেক প্রি-আইপিও প্লেসমেন্টে বড় বড় তারকাদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এখনও তালিকাভুক্ত হয়নি এই সংস্থার শেয়ার, তবে তার আগেই বিভিন্ন তারকারা সর্বমোট সুইগির ২ লক্ষ শেয়ার কিনে নিয়েছেন।


এই তারকারা বিনিয়োগ করেছেন সুইগিতে


আইপিওর আগে সুইগির শেয়ারে টাকা ঢেলেছেন বহু তারকা। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও জাহির খান এবং টেনিস তারকা রোহন বোপান্না, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক করণ জোহর, অভিনেতা আশিস চৌধুরী, বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন, অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে ইতিমধ্যেই সুইগির শেয়ারে বিনিয়োগ করেছেন। উদ্যোগপতি রীতেশ মালিকও এই সংস্থায় আইপিও আসার আগেই শেয়ার কিনে রেখেছেন।


প্রবীণ বিনিয়োগকারীরাও আস্থা রেখেছেন এই আইপিওতে


আইপিও আসার আগে অনেক বড় বড় বিনিয়োগকারী সুইগির উপরে আস্থা দেখিয়েছেন। আইপিও পরিকল্পনা করার আগে সুইগি বিভিন্ন ফান্ডিং রাউন্ডে সফটব্যাঙ্ক ভিশন ফান্ড, অ্যাক্সেল এবং প্রস্কাসের মত বৈশ্বিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করেছিল। মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসের চেয়ারম্যান রামদেব আগরওয়ালও সুইগিতে অংশীদারিত্ব কিনেছেন। হিন্দুস্তান কম্পোজিটস, একটি গাড়ির যন্ত্রাংশ নির্মাতা সংস্থা সুইগিতে বিনিয়োগ করেছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Layoff News: ছাঁটাইয়ের পরে কর্মীর থেকেই ৩ মাসের বেতন ফেরত চাইল সংস্থা, এর বদলেই মিলবে জরুরি নথি