Swiggy Platform Fee: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি এবার তাদের অ্যাপে খাবার অর্ডার করার জন্য প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে। এখন থেকে প্রতিটি অর্ডারের জন্য অতিরিক্ত ২ টাকা প্ল্যাটফর্ম ফি হিসেবে বাড়তি দিতে হবে। অর্থাৎ আগে এই প্ল্যাটফর্ম ফি ছিল ১২ টাকা প্রতি অর্ডারে, এখন সেই প্ল্যাটফর্ম ফি হয়েছে ১৪ টাকা প্রতি অর্ডারে। সামনেই পুজো আসছে আর এই পুজোর মরশুম শুরু হওয়ার আগেই সংস্থার তরফে এই বদল আনা হয়েছে। উৎসবের মরশুমে বেশিরভাগ মানুষই অনলাইনে খাবার অর্ডার করতে পছন্দ করে। তাই সংস্থার দৈনিক অর্ডারের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা সঠিকভাবে সামাল দিতে প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে সংস্থা।

Continues below advertisement

বিপুল মুনাফা করবে সুইগি

যদিও সুইগির পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের জন্য অর্ডার পিছু মাত্র ২ টাকা করেই প্ল্যাটফর্ম ফি বাড়ানো হয়েছে, সেটি অঙ্কের দিক থেকে কম মনে হলেও এতেই সংস্থার বিপুল মুনাফা হবে। আর এর মাধ্যমে সংস্থা কিছুটা হলেও আর্থিকভাবে স্থিতিশীল হবে। ইন্ডাস্ট্রি স্পেশালিস্টদের বক্তব্য হল সাধারণত সুইগি প্রতিদিনে ২০ লক্ষেরও বেশি অর্ডার ডেলিভারি করে থাকে। আর এই প্রেক্ষিতে প্ল্যাটফর্ম ফি ২ টাকা বাড়তি যোগ করার ফলে প্রায় ২.৮ কোটি টাকার রাজস্ব প্রতিদিন অতিরিক্ত আসবে সুইগির হাতে। এর ফলে প্রতি ত্রৈমাসিকে ৮.৪ কোটি টাকা, আর বছরে ৩৩.৬০ কোটি টাকা মুনাফা হবে সংস্থার।

Continues below advertisement

২০২৩ সালে প্রথম সুইগি গ্রাহকদের থেকে প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করেছিল। সেই সময় গ্রাহকদের থেকে প্রতিটি অর্ডারে ২ টাকা করে প্ল্যাটফর্ম ফি নেওয়া হত। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সংস্থা এই প্ল্যাটফর্ম ফি বাড়াতে শুরু করে। তবে এই ফি বাড়ানোর ফলে সংস্থার অর্ডার সংখ্যায় কোনও বদল আসেনি।

সংস্থার প্রথম ত্রৈমাসিকের ফলাফল

২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থাটি ১১৯৭ কোটি টাকার মুনাফা অর্জন করে যা গত বছরের একই ত্রৈমাসিকের মুনাফার দ্বিগুণেরও বেশি। এটি তাদের র‍্যাপিড গ্রসারি সার্ভিস ইনস্টামার্ট থেকেও সহায়তা পেয়েছে। এই সময়ের মধ্যে সংস্থার পরিচালন আয়ও বেড়ে ৪৯৬১ কোটি টাকা হয়েছে যা ফুড ডেলিভারি ও ইনস্ট্যান্ট কমার্স উভয় ক্ষেত্রেই এর শক্তিশালী অবস্থানকে প্রতিফলিত করে। সুইগির শেয়ারের দাম যদিও গত ৬ মাসে বিপুল মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। এই সংস্থার শেয়ারে ১৭.৪৯৮ শতাংশ মুনাফা এসেছে।