Air India: টাটা গ্রুপের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ায় এবার বড় খবর। এই সংস্থার কর্মীদের বেতন এবার বাড়ান হবে। এমনকী তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে (Air India Salary Hike) সুবিধেও পাওয়া যায়। একে বলা হয় পারফরম্যান্স বোনাস। গতকাল বৃহস্পতিবার একসঙ্গে দু-দুটি খুশির খবর জানানো হয় এয়ার ইন্ডিয়ার কর্মীদের। বড় খবর এয়ার ইন্ডিয়ায় (Air India Salary Hike)। বেতন বাড়বে এই সংস্থার কর্মীদের এবং সঙ্গে মিলবে বোনাস।


১ এপ্রিল থেকে মিলবে এই সুবিধে


পিটিআই সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া সংস্থা এবার একটি বার্ষিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এমনকী এর সঙ্গে কর্মীদের পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকেই এই সংস্থার (Air India Salary Hike) কর্মীদের সুবিধে দেওয়া হবে এই বেতন বৃদ্ধি ও পারফরম্যান্স বোনাসের। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্যেই এই সুবিধে ধার্য করা হয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ এই অর্থবর্ষ শেষ হয়।


কী কী সুবিধে পাবেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা


এই সংবাদ প্রতিবেদনে এয়ার ইন্ডিয়া (Air India Salary Hike) সংস্থার প্রধান হিউম্যান রিসোর্স আধিকারিক রবীন্দ্র কুমার জিপি এই তথ্য জানিয়েছেন। বিগত অর্থবর্ষের পারফরম্যান্সের ভিত্তিতে এয়ার ইন্ডিয়া এবং সংস্থার কর্মীদের বোনাস ও বেতন বাড়বে বলে জানা গিয়েছে। সমস্ত কর্মীরাই এই বেতন বৃদ্ধির সুবিধে পাবেন। তবে শুধুমাত্র পাইলটদের ক্ষেত্রেই বোনাসের ঘোষণা করা হয়েছে।


নতুন পরিকল্পনা করছে টাটা গ্রুপ


ভারতের অন্যতম সেরা বিমান পরিষেবা সংস্থাগুলির মধ্যে একটি হল এয়ার ইন্ডিয়া। কিছু বছর আগে পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণেই চলে এসেছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। তারপর টাটা গ্রুপের নিয়ন্ত্রণে চলে আসে এই সংস্থা। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ক্যাপলট প্রজেক্ট নিয়ে ৫ বছরের জন্য পরিকল্পনা কাজ করছে। টাটা গ্রুপের পরিকল্পনা এয়ার ইন্ডিয়ার উন্নতিসাধন এবং বিমানের যাত্রী পরিষেবার মান উন্নয়নের চেষ্টা করা।


প্রথম ঘোষণা হল বেতন বৃদ্ধির


২০২২ সালে টাটা গ্রুপ এই এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা সংস্থা অধিগ্রহণ করার পর এই প্রথমবার বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Tata Motors: গুজরাতে নতুন কারখানা টাটার, তৈরি হবে যাত্রীবাহী বৈদ্যুতিন গাড়ি; দেখতে কেমন কারখানা