iphone 14: ভারতের প্রথম কোনও কোম্পানি হিসাবে টাটা গ্রুপ তৈরি করবে অ্যাপলের আইফোন (Apple iphone)। শীঘ্রই এই বিষয়ে চুক্তি সম্পন্ন করতে চলেছে কোম্পানি। সব ঠিক চললে অগাস্টেই অ্য়াপলের ফোন প্রস্তুতকারী সংস্থা উইস্ট্রন অধিগ্রহণ করবে টাটা গ্রুপ (Tata Group)।


Tata Group: সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে টাটার এই চুক্তির খবর। শোনা যাচ্ছে, অ্যাপলের ফোন প্রস্তুতকারক উইস্ট্রনের কর্নাটকের প্লান্ট কিনতে চলেছে টাটা গ্রুপ। ৬০০ মিলিয়ন ডলারের এই কোম্পানি নিয়ে হতে চূড়ান্ত চুক্তি। গত এক বছর ধরে এই কোম্পানি কেনার বিষয়ে আলোচনা চালিয়ে গিয়েছে টাটা গ্রুপ। এবার তারই সুফল পেতে চলেছে কোম্পানি। কর্নাটকের এই প্লান্টে বর্তমানে আইফোন ১৪ (iphone 14) তৈরি চলছে। যেখানে কাজ করেন ১০ হাজার কর্মী।