Why Trent Shares Are Falling: গত শুক্রবার টাটা গ্রুপের অন্যতম জনপ্রিয় সংস্থা ট্রেন্টের শেয়ারের দামে ১১ শতাংশ ধস নেমেছে আর এই কারণে দালাল স্ট্রিটের বাঘা বিনিয়োগকারী রাধাকিষাণ দামানির লোকসান হয়েছে ৩১০ কোটি টাকা। টাটা গ্রুপের (Trent Share) এই রিটেইল শেয়ারের ব্যাপক সেল অফের কারণে দামে (Trent Share Crash) পতন আসে এবং এই কারণে রাধাকিষাণ দামানির হোল্ডিং মূল্য ২৭৮৮.৮৬ কোটি টাকা থেকে কমে হয়েছে ২৭৪৬.৮২ কোটি টাকা। অর্থাৎ ৩১১.৬৪ কোটি টাকা কমে গিয়েছে এই স্টকের দাম।
৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত রাধাকিষাণ দামানি তাঁর বিনিয়োগ সংস্থা ডেরাইভ ট্রেডিং অ্যান্ড রিসর্টসের মাধ্যমে ট্রেন্ট সংস্থার ৪৫ লক্ষ ৭ হাজার ৪০৭টি ইকুইটি শেয়ার হোল্ড করছিলেন, যা ট্রেন্টের ১.২৭ শতাংশ অংশীদারিত্বের সূচক। সংস্থাটি এখনও ২০২৫ সালের জুন ত্রৈমাসিকের শেয়ারহোল্ডিং তথ্য প্রকাশ করেনি স্টক এক্সচেঞ্জের কাছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেন্টের শেয়ারের (Trent Share Crash) দাম সেদিনের সর্বনিম্ন ৫৪৯৫ টাকায় নেমে আসে। যার ফলে এই সংস্থার বাজার মূলধন ২ লক্ষ কোটি টাকারও নিচে নেমে আসে। ২০২৪ সালের অক্টোবর মাসে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৮৩৪৫.৪৫ টাকা থেকে এখন শেয়ারের দাম ৩৪ শতাংশেরও বেশি কমে গিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে ১৫ মিনিটের সার্কিট ফিল্টার রিসেট হওয়ার ফলে আরও খারাপ অবস্থা আসতে পারে।
প্রবল শেয়ার বিক্রিতে উদ্বেগ
ট্রেন্টের সাম্প্রতিক বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলাকালীন প্রত্যাশার চেয়ে দুর্বল মন্তব্যের কারণে বিক্রি বন্ধের সূত্রপাত হয়েছিল, আর তাই সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সংস্থাটি প্রথম অর্থবর্ষ ২০২৬-এর জন্য তাঁর মূল ফ্যাশন ব্যবসায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ৫ বছরের চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধির হার ৩৫ শতাংশ-এর চেয়ে তা উল্লেখযোগ্যভাবে কম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)