Share Price: টাটা গ্রুপের এই শেয়ার হু হু করে বাড়ছে। বিগত আটটি ট্রেডিং সেশনে এই গ্রুপের একটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমায় ট্রেড করছে এই শেয়ারটি। তবে কিছুটা দাম পড়তেও দেখা যায় পড়ে। কিন্তু তারপরেও বিগত এক সপ্তাহের মধ্যেই ৩৩ শতাংশ বেড়ে যায় এই শেয়ারের দাম। সংস্থার নাম টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন (Tata Investment Corporation Share Price)।
গতকালের বাজারে ইন্ট্রাডেতে এই শেয়ারের দাম বাড়ে প্রায় ১৫ শতাংশ। যদিও আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে এই শেয়ারের দামে খানিক পতন লক্ষ্য করা যাচ্ছে। গতকাল ৬৭২৫ টাকার উচ্চতায় উঠেছিল শেয়ারের দাম, সেখানে আজ দুপুর ১টা নাগাদ ১ শতাংশ দাম কমতে দেখা যায়। কাল দাম বন্ধ হয়েছিল ৬৯৭৭ টাকায়। এই সংস্থার বর্তমান বাজারগত মূলধনের পরিমাণ ৩৫৩০২ কোটি টাকা। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ধার্য হয়েছে ১০ টাকা। বুধবারের তুলনায় গতকাল এই শেয়ারের দাম বেড়েছিল ৭.৭৭ শতাংশ।
জানা গিয়েছে, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে (Tata Investment Corporation Share Price) আরও বেশি আধুনিক করে তোলার জন্য সরকারি তরফে ১ বিলিয়ন ডলার খরচ করা হবে এবং একইসঙ্গে সেমিকন্ডাক্টর ল্যাবরেটরিকে ভালভাবে গড়ে তোলা ও পরিকাঠামোর সংশোধনের জন্য বিড পেয়েছে এই সংস্থা। আর তাই এই মাসের শুরু থেকেই দাম বাড়তে দেখা গিয়েছে সংস্থার শেয়ারের। বিগত এক বছরে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের ঘরে ২৫০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।
ব্যবসার পরিসংখ্যানের দিক নিয়ে বলতে গেলে দেখা যাবে, তৃতীয় ত্রৈমাসিকের নেট প্রফিট এই সংস্থার প্রায় ৫৪.১৯ শতাংশ বেড়েছে আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায়। সংস্থার তরফে জানানো হয়েছে এর রেভিনিউ বেড়েছে প্রায় ৩৪.২১ শতাংশ, এখন রেভিনিউ ৫১ কোটি টাকা। গত বছর এই ত্রৈমাসিকে এর রেভিনিউ ছিল ৩৮ কোটি টাকা। দশ বছরের পরিসংখ্যান দেখলে এই সংস্থার শেয়ার ৪০৬ টাকা থেকে এখন ৬৭০০-র আশেপাশে ট্রেড করছে অর্থাৎ যা কিনা প্রায় ১৪০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের।
বাজার বিশেষজ্ঞরা বলছেন যে এই টাটা ইনভেস্টমেন্টের (Tata Investment Corporation Share Price) শেয়ারের দাম এখন বুলিশ ট্রেন্ডে আছে, তবে ৭৬৬৩ টাকায় একটা রেজিস্ট্যান্স রয়েছে। ৬৭০০ টাকায় একটা সাপোর্ট রয়েছে এখনও পর্যন্ত। আগামী মাসের শুরুর দিক পর্যন্ত টাটা ইনভেস্টমেন্টের শেয়ারের দাম ৬৫০০ থেকে ৭৩০০ এই দামের রেঞ্জে ঘোরাফেরা করবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Nvidia Share Price: রকেটগতি Nvidia-শেয়ারে! ফুলেফেঁপে উঠেছে AI চিপের ব্যবসা