Share Market: টাটা মোটরস ডিভিআর শেয়ারগুলিকে সাধারণ  শেয়ারে রূপান্তর করার ঘোষণার পরই দুরন্ত গতি নিল স্টক।  বুধবার বাজার খুলতেই বিএসই-তে টাটা মোটরস ডিভিআর-এর শেয়ারগুলি প্রায় 18 শতাংশ বেড়ে 440-তে ট্রেড করতে শুরু করে। যার ফলে 52-সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে এই স্টক। 


Stock Market: টাটা মোটরস ডিভিআর শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করছে
টাটা মোটরস মঙ্গলবার (25 জুলাই) তার ফল ঘোষণার সময় জানায়,কোম্পানি প্রতি 10'A'টি শেয়ার পিছু ৭টি সাধারণ শেয়ার ইস্যু করবে। যার ফেস ভ্যালু হবে ২টাকা। এই ইস্যুটি 'A' শেয়ারগুলি বাতিলের জন্য বিবেচিত হবে। 


DVR শেয়ার কী?
ডিভিআর মানে ডিফারেন্সিয়াল ভোটিং রাইটস। ২০০৮ সালে টাটা মোটরস প্রথম DVR শেয়ার ইস্যু করেছিল। DVR শেয়ারগুলি রেগুলার ইক্যুইটি শেয়ারের তুলনায় তাদের শেয়ারহোল্ডারদের কম ভোটাধিকার দেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি কোম্পানিতে বিনিয়োগকারীরা একটি শেয়ারের জন্য একটি ভোটের অধিকার পান। এর অর্থ হল প্রতিটি শেয়ারহোল্ডারের কাছে প্রতি শেয়ারে একটি ভোট রয়েছে। তবে ডিভিআর-এর ক্ষেত্রে কোম্পানির কাঠামোর উপর নির্ভর করে DVR শেয়ারে রেগুলার শেয়ারের চেয়ে বেশি বা কম ভোটাধিকার দেওয়া হয়।


হাই-ডিফারেনশিয়াল ভোটিং রাইটসের ক্ষেত্রে, শেয়ারহোল্ডারদের নিয়মিত শেয়ারহোল্ডারদের তুলনায় বেশি ভোট দেওয়ার ক্ষমতা থাকে যখন লো-ডিফারেনশিয়াল ভোটিং রাইটস (ডিভিআর) এর ক্ষেত্রে শেয়ারহোল্ডাররা নিয়মিত শেয়ারের তুলনায় কম ভোটাধিকার পান।


বিশেষজ্ঞদের মতে, “DVR শেয়ারগুলি সাধারণত কম ভোটাধিকার দেয়। কারণ অনেক ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের মধ্যে প্রোমোটাররা ভোট দেওয়ার অধিকার দিতে চান না। সেই ক্ষেত্রে বাজার থেকে টাকা তোলার হলে ডিভিআর শেয়ার ছাড়া হয়। তবে ভোটের অধিকার না পেলেও শেয়ার হোল্ডাররা এই ধরনের স্টকে বিনিয়োগ করে বেশ লভ্যাংশ বা ডিভিডেন্ট লাভ করেন। 


এমনিতে বছরের একটি নির্দিষ্ট সময়ে ভোটাধিকার প্রযোগের সুযোগ দেয় কোম্পানিগুলি। সেই ক্ষেত্রে আপনার ইমেইল আইডিতে চলে আসবে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ। যদিও অনেক শেয়ার হোল্ডারই এই ভোটদানের আমন্ত্রণ পেয়েও প্রক্রিয়া থেকে বিরত থাকেন। তবে কোম্পানির লভ্যাংশ বা ডিভিডেন্টের মাধ্যমে শেয়ারহোল্ডারদের মন জোগান প্রোমোটাররা।


উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ডিভিআর শেয়ারের ক্ষেত্রে আপনার কাছে ১০টি শেয়ার থাকলে আপনি ১টি ভোটাধিকারের সুয়োগ পাবেন। আবার ডিভিডেন্টের ক্ষেত্রে সাধারণ শেয়ারের থেকে ৪ গুণ বেশি লভ্যাংশ পেতে পারেন।  


 


Government Scheme: মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প , এখানে পাবেন ৬০০০ টাকা, কীভাবে নেবেন সুবিধা