Tata Nexon EV Max Electric: দক্ষতা বাড়িয়ে আরও শক্তিশালী নেক্সন ইভি ম্যাক্স (Nexon EV Max) নিয়ে এল টাটা। কোম্পানি জানিয়েছে, নতুন টপ ভ্যারিয়েন্ট এলেও জারি থাকবে রেগুলার নেক্সন ইভি ভ্যারিয়েন্টের বিক্রি। যাতে পুরোনো দামে গাড়ি পেতে সমস্যা না হয় ক্রেতাদের।

  


Tata Nexon EV: সবার ওপরে নেক্সন ইভি
দেশের ইভি গাড়ি বিক্রির পরিসংখ্যান বলছে, Nexon EV বর্তমানে ভারতে সবচেয়ে বেশি বিক্রিত ইভি। ইতিমধ্যেই দেশের বাজারে গাড়ির 19,000 ইউনিট বিক্রি করেছে কোম্পানি। Nexon EV Max ইলেকট্রিকে আরও শক্তিশালী 40.5kWh ব্যাটারি প্যাক দিয়েছে কোম্পানি। 




Tata Nexon EV Max Electric: এক চার্জে যাবে কতটা পথ ?
গুরুত্বপূর্ণভাবে বেড়েছে গাড়ির রেঞ্জ। ARAI রেঞ্জ বলছে, নতুন নেক্সন ইভিতে এখন 437km-এর অনেক বেশি রেঞ্জ পাওয়া যাবে। পাওয়ার আউটপুট এখন 143 bhp ও গাড়ি 253Nm টর্ক দেবে। 0-100 কিমি গতি তুলতে 9 সেকেন্ডের কম সময় নেবে গাড়ি। এর তুলনায় স্ট্যান্ডার্ড Nexon EV 312km রেঞ্জ ও একটি ছোট ব্যাটারি প্যাক পায়। 


Tata Nexon EV Max : কতগুলি ভ্যারিয়েন্ট লঞ্চ ?
Nexon EV Max-এর দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। XZ+ ও XZ+ ভ্যারিয়েন্ট এই গাড়িতে নতুন অপশন তৈরি করেছে। একটি নতুন 7.2kW এসি ফাস্ট চার্জার( 3.3 kW চার্জার)-এর বিকল্প রয়েছে এই গাড়িতে। এটি DC ফাস্ট চার্জিংয়ের সাথেও পাওয়া যাবে ইভি। যা গাড়ির 80 শতাংশ চার্জ মাত্র জন্য 56 মিনিটের মধ্যে করে দিতে পারে। 


Tata Nexon EV Max: কী বিশেষ বৈশিষ্ট্য গাড়িতে ?
মাল্টি মোড রিজেনারেটিভ ব্রেকিং ফাংশনের মতো নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে এই গাড়িতে। যা অটো হোল্ড-সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, এয়ার পিউরিফায়ার, ভেন্টিলেটেড সিট-সহ নতুন অন্দরসজ্জার সহ পাওয়া যাবে। এ ছাড়াও গাড়িতে ক্রুজ কন্ট্রোল, চারটি ডিস্ক ব্রেক ছাড়াও আরও ফিচার রয়েছে। নতুন ইভিতে ইকো, সিটি ও স্পোর্টস মোড আপগ্রেড করা হয়েছে। গাড়িতে পাবেন ZConnect 2.0 কানেকটেড কার টেকনোলজি।


Tata Nexon EV Max: গাড়ির দাম কত ?
ব্যাটারি প্যাকের আকার বৃদ্ধি সত্ত্বেও, বুট স্পেস 350 লিটারে পরিবর্তন করা হয়নি। নতুন এই মডেলের দাম 17.74 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে 7.2kW AC ফাস্ট চার্জার সংস্করণের দাম 18.24 লক্ষ টাকা। Lux প্যাক সজ্জিত Nexon EV Max-এর দাম রাখা হয়েছে 19.24 লক্ষ টাকা। এটি 3টি রঙে পাওয়া যাবে। ইনটেনস-টিল (শুধুমাত্র নেক্সন ইভি ম্যাক্সের জন্য), ডেটোনা গ্রে ও প্রিস্টিন হোয়াইট। ডুয়াল টোন বডি কালার স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হবে।


আরও পড়ুন : Skoda Kushaq Monte Carlo এল বাজারে, বিশেষ এডিশনে আরও কী দিচ্ছে কোম্পানি