Skoda Kushaq Monte Carlo Edition: কুশাক বাজারে এসেছিল আগেই। এবার স্কোডা নিয়ে এল কুশাকের বিশেষ সংস্করণ কুশাক মন্টে কার্লো এডিশন (Skoda Kushaq Monte Carlo)। এই বিশেষ মডেলটি স্কোডার ঐতিহ্যের সঙ্গে যুক্ত। আগের মডেলের থেকে অনেক বেশি বৈশিষ্ট্য রয়েছে এই সাব কমপ্যাক্ট এসইউভিতে। একেবারে স্পোর্টস মডেলের মতো দেখাচ্ছে গাড়ি।


Skoda Cars: বাইরে থেকে কেমন দেখতে গাড়ি ?
বাইরে থেকে দেখলে কুশাক মন্টে কার্লো আগের থেকে বেশি উজ্জ্বল দেখায়। বিশেষ করে এর লাল রঙের গাড়ি আপনার নজর কাড়বেই। কালো অ্যাকসেন্টের পাশাপাশি এবার ক্রোম সরিয়ে দেওয়া হয়েছে এই গাড়ি থেকে। পরিবর্তে গাড়ির বিভিন্ন অংশে কালো রং করে দেওয়া হয়েছে। সামনের গ্রিলে এবার চকচকে কালো রং ব্যবহার করেছে কোম্পানি। এই বিশেষ এডিশনেই পাওয়া যাবে এই রং। গাড়ির ছাদেও পাবেন চকচকে কার্বন স্টিল পেইন্ট। এমনকী দরজার হ্যান্ডেলগুলিকেও কালো থিমের ক্রোম ব্যবহার করা হয়েছে।


Skoda Kushaq Monte Carlo: কত ইঞ্চির অ্যালোয় হুইল ?
নতুন সংস্করণে মন্টে কার্লো ব্যাজিং কুশাকে নতুন মাত্রা যোগ করেছে। এতে পাবেন 17-ইঞ্চি অ্যালয় হুইল, যা OCTAVIA vRS 245 সেডানেও রয়েছে। এই চাকাগুলি অবশ্যই স্ট্যান্ডার্ড কুশাক অ্যালোয় চাকার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়।ডুয়াল টোন টেইলগেট স্পয়লার ও গ্লস কালো রঙে আঁকা ডিফিউজার গাড়ির পিছনের অংশেও কালো থিম ব্যবহার করা হয়েছে।


Skoda Cars: কী ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে ?
স্ট্যান্ডার্ড কুশাকের মতো এখানে 1.0 ও 1.5 টিএসআই পেট্রোল ইঞ্জিন রয়েছে। যার সঙ্গে আরেকটি পরিবর্তন হল 1.5 টিএসআই রেড ব্রেক ক্যালিপার। অন্যদিকে 1.0 স্টার্ট-স্টপ বটন রয়েছে গাড়িতে।ভিতরের অংশে লাল ও কালো ডুয়াল-টোন আপহোলস্ট্রি ও রুবি রেড মেটালিক ইনসার্ট রয়েছে। ড্যাশবোর্ডে সেন্ট্রাল কনসোলে ও সামনের দরজাগুলিতেও পাবেন রঙের পরিবর্তন।


Skoda Kushaq Monte Carlo: কত দাম বিশেষ সংস্করণের ?
ভেন্টিলেটেড রেড ও ব্ল্যাক লেদারের সিটগুলি হেডরেস্টে খোদাই করা 'MONTE CARLO' গাড়ির কেবিনে ঢুকলেই চোখে পড়বে। এতে পাবেন 2-স্পোক স্টিয়ারিং হুইল, যা আবার চামড়ার মোড়কে পাওয়া যায়। রেড অ্যাম্বিয়েন্ট লাইটিং কেবিনটিকে আরও স্পোর্টি করে তোলে।KUSHAQ-এর মন্টে কার্লো সংস্করণটি দাম রাখা হয়েছে 15,99,000 টাকা। যা এর এক্স-শোরুম প্রাইস। টর্নেডো রেড ও ক্যান্ডি হোয়াইট দুটি রঙে পাওয়া যাচ্ছে এই গাড়ি।


আরও পড়ুন : Upcoming Bikes in India: চলতি মাসে ভারতে আসছে এই বাইকগুলি, রয়্যাল এনফিল্ডকে দেবে টক্কর