Tata Electric Cars: বদলে যাচ্ছে দেশের ইলেকট্রিক গাড়ির বাজারে। ভারতের ইভি বাজারে এবার একের পর এক গাড়ির ঘোষণা করে চলেছে টাটা মোটরস। শোনা যাচ্ছে, আগামী ১১ মে-র মধ্যে দেশে নতুন আদলে Tata Nexon EV Max নিয়ে আসবে কোম্পানি।
 
Tata Nexon EV Max: নতুন নেক্সনে থাকছে কী ?
অটো সাইটগুলোর খবর সত্যি হলে, ১১ মে-র মধ্যে দেশের বাজারে লঞ্চ হবে Tata Nexon EV Max। নেক্সন রেঞ্জের মধ্যে নতুন ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্ট হওয়ায় একে নেক্সন ইভি ম্যাক্স বলা হবে। EV Max একটি বড় 40kWh ব্যাটারি প্যাক ছাড়াও আরও শক্তি সহ আসবে। 


Tata Electric Cars: কত মাইলেজ দেবে নতুন গাড়ি ?
আশা করা হচ্ছে,  Nexon EV স্ট্যান্ডার্ড সংস্করণে 312km থেকে এই পরিসীমা ছাড়িয়ে 400km হতে পারে। সঙ্গে আরও ডিজাইন পরিবর্তন হবে গাড়িতে। যা এটিকে স্ট্যান্ডার্ড নেক্সন ইভি থেকেও অনেকটাই আলাদা করবে এই গাড়িকে। এছাড়াও পিছনের ডিস্ক ব্রেক, ভেন্টিলেটেড সিট ও এয়ার পিউরিফায়ার থাকতে পারে গাড়িতে।


Tata Nexon EV Max: কত দাম হতে পারে ?
অটো ব্লগারদের মতে, বর্তমানের Nexon EV থেকে ভিন্ন EV Max। এতে রিজেনারেটিভ ব্রেকিংয়ের জন্য অ্যাডজাস্টেবল মোড পাবেন চালক। যা আরও প্রিমিয়াম ইভিতেই পাওয়া যায়। আমরা আশা করি, এই গাড়ির দাম এখন প্রায় 19 লক্ষ টাকায় হবে। এই গাড়ি MG ZS EV-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। যার বর্তমান টপ-এন্ড ট্রিমের দাম 25 লক্ষ টাকা। 


Tata Nexon EV Max: কোথায় আলাদা বাকিদের থেকে ?
নতুন MG ZS-এ 461kms রেঞ্জ রয়েছে। এতে 50.3 kWh ব্যাটারি প্যাক পাওয়া যায়। Nexon EV Max-এর লক্ষ্য হবে বর্তমানে MG ZS-কে কড়া টক্কর দেওয়া। তবে পরিসংখ্যান বলছে, দেশের ইভি বাজারে টাটা নেক্সন ইভি এখন এক নম্বরে। সেই জায়গায়  হুন্ডাই কোনও বা এমজি-র মতো কোম্পানি ঢুকতে পারেনি। 


আরও পড়ুন : Aadhaar Card Types: দেশে রয়েছে ৪ ধরনের আধার কার্ড, কোন কার্ডে কী সুবিধা জানেন