Tata Power Q1 Results: গতকাল শুক্রবার বাজার বন্ধ হওয়ার পরে টাটা গ্রুপের বিদ্যুৎ সংযোগ সংস্থা টাটা পাওয়ার তাদের ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। আর এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল-জুন মাসে সংস্থাটি ৯.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৬০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। আর এক বছর আগের একই ত্রৈমাসিকে টাটা পাওয়ার সংস্থার নিট মুনাফা ছিল ১০২২ কোটি টাকা।

রাজস্বও বেড়েছে আশাতীতভাবে

টাটা পাওয়ার রাজস্বের দিক থেকে অনুমানকেও ছাড়িয়ে গিয়েছে। ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৪.৩ শতাংশ বেড়ে এই সংস্থার রাজস্ব দাঁড়িয়েছে ১৮০৩৫ কোটি টাকা। অন্যদিকে ২০২৫ অর্থবর্ষে এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব বেড়ে হয়েছিল ১৭,২৯৪ কোটি টাকা। আর বিশ্লেষকরা এই বছরে রাজস্বের অনুমান করেছিলেন ১৭,৮৬৬ কোটি টাকা। এই ত্রৈমাসিকে টাটা পাওয়ারের EBITDA ১৫.৪ শতাংশ বেড়ে ৪১৩৯ কোটি টাকায় দাঁড়িয়েছে যা গত বছরের একই প্রান্তিকে ৩৫৮৭ কোটি টাকা ছিল।

ক্লিন এনার্জি ও ডিস্ট্রিবিউশন থেকেই মিলেছে সহায়তা

এই বিষয়ে টাটা পাওয়ারের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক প্রবীর সিনহা বলেন তাদের সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রেই শক্তিশালী পারফরম্যান্সের দরুণ দুর্দান্তভাবে ২০২৬ অর্থবর্ষের সূচনা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য জ্বালানির পোর্টফোলিও প্রত্যাশার চেয়েও ভাল পারফর্ম করেছে। ক্লিন এনার্জি শৃঙ্খলে উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধি অব্যাহত রাখা হয়েছে।

আরও অনেক প্রকল্পের জন্য আলোচনা চলছে

প্রবীর সিনহা জানান যে ২০৩০ সালের মধ্যে ৪ কোটি গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থা। এর সঙ্গে সামঞ্জস্য রেখে মহারাষ্ট্রে সংস্থার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য লাইসেন্সের আবেদন করা হয়েছে।

নজরে থাকবে সংস্থার শেয়ার

শুক্রবার ১ অগাস্ট ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের আগে টাটা পাওয়ারের শেয়ারের দাম ২.১১ শতাংশ কমে ৩৮৯.৩০ টাকায় বন্ধ হয়েছিল। ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল ৪৯৪.৮৫ টাকায়। ২০২৫ সালে ১৭ ফেব্রুয়ারি তারিখে এই শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৩২৬.২৫ টাকায় নেমে এসেছিল। গত সপ্তাহে এই শেয়ারের দাম ১.৫৬ শতাংশ কমেছে, আর গত ২ সপ্তাহে ৪.৫ শতাংশেরও বেশি পতন এসেছে। তবে গত ৬ মাসে এই শেয়ারের দাম বেড়েছে ৫ শতাংশ। আর এই ত্রৈমাসিকের দুরন্ত ফলাফলের জেরে সোমবারের ট্রেডিং সেশনে এই শেয়ারের দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)