Tata Power: সদ্য ত্রৈমাসিকের ফল বেরিয়েছে টাটা পাওয়ারের (Tata Power)। ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফল বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে টাটা পাওয়ারের মুনাফা ১০৭৬.১২ কোটি টাকা। গত বছর একই ত্রৈমাসিকে মুনাফা ছিল ১০৫২.১৪ কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ এবং রিনিউয়েবলসএর ক্ষেত্রে ব্যবসা ভাল হয়েছে কোম্পানির। আর একইসঙ্গে টাটা গ্রুপের কনসলিডেটেড রেভিনিউ বেড়েছে ৬.২ শতাংশ। টাটা গ্রুপের এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রেভিনিউ এসেছে ১৫২৯৪.১৩ কোটি টাকা।
টাটা গ্রুপের আয় বেড়েছে
গত অর্থবর্ষে একই ত্রৈমাসিকে টাটা গ্রুপের (Tata Power) রেভিনিউ এসেছিল ১৪৪০১.৯৫ কোটি টাকা। কর দেওয়ার আগে সংস্থার আয় হয়েছে এই অর্থবর্ষে ৩০৬০.৫৫ কোটি টাকা। গত অর্থবর্ষে আয় হয়েছিল ২৬০৭.৩১ কোটি টাকা। অর্থাৎ টাটা গ্রুপের (Tata Group) মোট আয় ২০ শতাংশ বেড়েছে।
টাটা গ্রুপের মূলধন পেরোল ৩০ লক্ষ কোটি
এই প্রথম টাটা গোষ্ঠীর (Tata Group) মার্কেট ক্যাপ ৩০ লক্ষ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে। পিছনে ফেলে দিয়েছে আম্বানি এবং আদানি গ্রুপকেও। রিলায়েন্সের বাজারগত মূলধন এখন ২১.৬০ লক্ষ কোটি টাকা এবং তৃতীয় স্থানে থাকা আদানি গোষ্ঠীর বাজারগত মূলধন এখন ১৫.৫৪ লক্ষ কোটি টাকা। টাটা গোষ্ঠীর পক্ষে মূলধনের দিক থেকে বিপুল বৃদ্ধি হয়েছে বলা যায়। টাটা গ্রুপের টাটা পাওয়ার, টাটা স্টিল, টাটা কনজিউমার এবং টাটা ট্রেন্ট সব মিলিয়ে বাজারগত মূলধন ১ লক্ষ কোটিরও বেশি এখন।
টাটা পাওয়ারের শেয়ারের দাম কি বাড়বে
বাজার বিশেষজ্ঞরা বলছেন, টাটা পাওয়ারের (Tata Power) শেয়ারের দাম ৩৩০ টাকা থেকে ৪৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে ৩৬০ টাকায় একটি বড় সাপোর্ট রয়েছে। ফলে শেয়ারের দাম ৩৭০ টাকা থেকে বাড়লে আরও শেয়ার কেনা যেতে পারে। তবে ৩৩০ টাকায় স্টপলস দেওয়া যেতে পারে। শনিবারের বাজারে টাটা পাওয়ারের শেয়ারের দাম ৩৯২ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। বাইং সিগন্যাল এই রেঞ্জে আছে বলেই মত বাজার বিশেষজ্ঞরা। তবে শর্ট টার্ম লেভেলে ৪২০ টাকা থেকে ৪৪০ টাকায় আবার একটি রেজিস্ট্যান্স আসতে পারে বলে ধারণা বাজার বিশেষজ্ঞদের।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: Gold Silver Price: এবার সুযোগ ! সপ্তাহান্তে স্বস্তি দিল সোনার দাম, রাজ্যে আজ কত সস্তা হল সোনা ?