IPO: লঞ্চ হতে হাতে মাত্র একদিন। তার আগেই গ্রে মার্কেটে (GMP) দুরন্ত গতি দেখাচ্ছে টাটা টেকনোলজিসের আইপিও (Tata Technologies IPO)। আকাশাছোঁয়া GMP-র কারণে এই স্টকে লিস্টিং (Stock Market) নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বিনিয়োগকারীদের (Investment)  মধ্যে। ২২ নভেম্বর সবার জন্য খোলা হবে এই আইপিও।  


প্রায় ২০ বছর পর আসছে এই আইপিও
চলতি সপ্তাহেই বেশ কয়েকটি আইপিও আসছে বাজারে। প্রায় ২০ বছর পর টাটার কোনও আইপিও আসায় শেয়ারবাজারের জন্য এটি বিশেষ সপ্তাহ বলে  প্রমাণিত হতে চলেছে। বছরের পর বছর ধরে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যেটির জন্য অপেক্ষা করছিলেন তা এই সপ্তাহে পূরণ হতে যাচ্ছে। আমরা স্টক মার্কেটের সবচেয়ে প্রতীক্ষিত আইপিও অর্থাৎ টাটা টেকনোলজিস আইপিও-র কথা বলছি। যা 22 নভেম্বর সাবস্ক্রিপশনের জন্য খুলতে চলেছে।


অনেক শেয়ার মাল্টিব্যাগার হয়ে গেছে
টাটা গ্রুপের অনেক ইতিমধ্যেই শেয়ার বাজারে মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হয়েছে। টিসিএস হোক বা টাইটান বা ট্রেন্ট, টাটা গ্রুপের শেয়ার অনেক বিনিয়োগকারীকে ধনী করেছে। এমনকী ভারতের বাজারের বিগ বুল হিসেবে পরিচিত প্রয়াত অভিজ্ঞ বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার সাফল্যের পেছনে টাটা গ্রুপের শেয়ারের সবচেয়ে বড় অবদান ছিল।


আইপিও সংক্রান্ত দারুণ পরিবেশ
এখন,প্রায় দুই দশক পর টাটা গ্রুপের একটি নতুন আইপিও আসছে। এর আগে টাটা গ্রুপের শেষ আইপিও এসেছিল 2002 সালে। যখন টাটা গ্রুপের আইটি সংস্থা টিসিএস বাজারে এসেছিল। আজ, TCS শেয়ার বাজারে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। মার্কেট ক্যাপ অর্থাৎ মূল্যের দিক থেকে শুধুমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই এগিয়ে আছে। স্বাভাবিকভাবেই টাটার নতুন আইপিও নিয়ে বাজারে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে খুচরো বিনিয়োগকারীরা টাটার নতুন আইপিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


এত টাকা বিনিয়োগ করতে হবে
টাটা গ্রুপের এই আইপিও বিনিয়োগকারীদের জন্য 22 নভেম্বর খোলা হবে এবং 24 নভেম্বর পর্যন্ত বিড করা যাবে৷ এই আইপিওর জন্য 475 থেকে 500 টাকার প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। একটি আইপিওতে টাটা টেকের 30টি শেয়ার রয়েছে৷ তার মানে এই আইপিওতে বিনিয়োগ করতে একজন খুচরো বিনিয়োগকারীর কমপক্ষে 15,000 টাকা প্রয়োজন।


লেনদেন শুরু হবে ৫ ডিসেম্বর থেকে
এই সপ্তাহের শেষ দিনে অর্থাৎ 24শে নভেম্বর বিডিং বন্ধ করার পর 30শে নভেম্বর টাটা টেক শেয়ার বরাদ্দ করা হবে৷ যে বিনিয়োগকারীরা IPO-তে ইউনিট পাবেন না, তাদের জন্য 1 ডিসেম্বরে ফেরত দেওয়া শুরু হবে। 4 ডিসেম্বর সফল দরদাতাদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হবে। স্টক মার্কেটে টাটা টেকনোলজিসের শেয়ার 5 ডিসেম্বর লিস্টিং হবে।


গ্রে মার্কেটে কত হয়েছে দাম  ?
টাটা টেকের আইপিও খোলার জন্য এখনও দু-দিন বাকি আছে, তবে গ্রে মার্কেটে এটি একটি অসাধারণ সাড়া পাচ্ছে। রবিবার 19 নভেম্বর, Tata Tech-এর GMP 240-260 টাকা হয়ে গিয়েছে৷ তার মানে গ্রে মার্কেটে আইপিও-র আগে টাটা টেকের শেয়ার ৭০ শতাংশ প্রিমিয়ামে লেনদেন হচ্ছে। বাজারে একই অবস্থা থাকলে কয়েকদিনের মধ্যেই এই আইপিওতে বিনিয়োগকারীরা ৭০ শতাংশ প্রিমিয়াম লাভ করবেন।


Fedbank Financial Services IPO: টাটা টেকনোলজিসের সঙ্গে আসছে ফেডারেল ব্যাঙ্কের এই আইপিও,বিনিয়োগে লাভ পাবেন ?