মু্ম্বই: প্রায় দুই দশক পর বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। কিন্তু শেষ অবধি একরাশ মনখারাপ নিয়ে ঘরে ফিরতে হল। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের হারের পর দেশজুড়ে শোকের পরিবেশ। আর এহেন পরিস্থিতিতেই আবেগঘন অবস্থায় দেখা গিয়েছে 'বিরুষ্কা'কে। ভারতের হারের পর বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা। স্বাভাবিকভাবেই অনুষ্কার চোখেমুখে বিষন্নতা ধরা পড়েছে।   ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল।


'প্রত্যেকেরই অনুষ্কার মতোই জীবনসঙ্গী দরকার'


নেটদুনিয়ায় ইতিমধ্যেই অনুরাগীরা নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, প্রত্যেকেরই অনুষ্কার মতোই জীবনসঙ্গী দরকার। যে সবসময় আপনার দুঃখকষ্টে পাশে থাকবে। বিরাট কোহলি খুবই ভাগ্যবান।' পাশাপাশি  অন্য একজন লিখেছেন- 'অনুষ্কা যেভাবে বিরাটকে সমর্থন করেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়'। আরও একজন অনুরাগী এই ছবির কমেন্টে গিয়ে লিখেছেন, 'এটা প্রমাণ করছে যে , আমরা একসঙ্গে আছি।' এবার, অনুষ্কা শর্মা ছাড়াও, শাহরুখ খানও তাঁর পরিবারের সাথে বিশ্বকাপ ২০২৩ ম্যাচ দেখতে এসেছিলেন। একই সঙ্গে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, আশা ভোঁসলের মতো অনেক তারকাই এই ম্যাচে ভারতকে উৎসাহিত করেছেন।






'বিশাল উৎসাহ নিয়ে তোমরা খেলেছ এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত'


মূলত গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকলেও, ফাইনালে বিশ্বকাপ ছিনিয়ে নিতে পারল না এবারও টিম ইন্ডিয়া।ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।  যদিও এই কঠিন সময়ের মাঝেই টিমইন্ডিয়ার পাশে থাকার বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা ও দৃঢ়তা ছিল উল্লেখযোগ্য। বিশাল উৎসাহ নিয়ে তোমরা খেলেছ এবং গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। আজ এবং সর্বদা আমরা তোমাদের পাশে আছি।'


আরও পড়ুন, 'ভাল খেলেছে টিম ইন্ডিয়া..', সোশ্যালে আবেগঘন পোস্টে টলি থেকে বলিউডের সেলেবরা


শেষ অবধি খালি হাতেই ফিরতে হল ক্রিকেট প্রেমীদের


প্রসঙ্গত, সেইবার জোহানেসবার্গে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। মূলত ২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। স্বাভাবিকভাবেই তাই এবার বাড়তি পারদ চড়েছিল। প্রহর গুণেছিল গোটা ভারত। কিন্তু শেষ অবধি খালি হাতেই ফিরতে হল ক্রিকেট প্রেমীদের।