কলকাতা: বাজারে পা রেখেই রকেটগতিতে উত্থান। ভারতীয় শেয়ার মার্কেটে কার্যত ঝড় তুলল Tata Technologies IPO. আজ, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ভারতীয় শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয় Tata Technologies IPO.
শুরুর দিনেই NSE-তে এই শেয়ারের দাম পৌঁছল ১৩২৭ টাকায়। যা IPO-দামের থেকে একদিনে ১৬৫.৪ শতাংশ বৃদ্ধি। BSE-তে Tata Technologies-এর শেয়ারের দাম পৌঁছল ১৩২৬.২৫, যা IPO-দামের থেকে একদিনে ১৬৫.২৫ শতাংশ বৃদ্ধি।
এদিনই Listing হয় Tata Technologies IPO-এর। NSE এবং BSE-তে ১২০০ টাকা প্রতি শেয়ার দরে তালিকাভুক্ত হয়েছে এই সংস্থার শেয়ার। Tata Technologies IPO-এর দাম স্থির হয়েছিল ৫০০ টাকা। অর্থাৎ, IPO-এর দামের তুলনায় ১৪০ শতাংশ বেশি দামে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে এই শেয়ার। এদিনই Intra-day-তে Tata Technologies-এর শেয়ার ছুঁয়েছিল ১৪০০-এর স্তর। যা IPO-এর দামের তুলনায় ১৮০ শতাংশ প্রিমিয়াম। অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্তির (Listing) দিনই কার্যত মাল্টিব্যাগার এই শেয়ার।
গত ২ দশকে Tata Group-এর তরফে যে IPO বাজারে এসেছে তার ভিত্তিতে বিডিংয়ের ফাইনাল ডে-এর মধ্যে সবচেয়ে বেশি ৬৯ শতাংশ সাবস্ক্রিপশন হয়েছে। শেয়ার বাজারের বিশেষজ্ঞরা আশা করেছিলেন সেই সব ছাপিয়ে যাবে Tata Technologies, IPO-ইস্যু প্রাইস ব্যান্ডের তুলনায় অন্তত ৭৫ শতাংশ প্রিমিয়ামে বাজারভুক্ত হবে এই শেয়ার, এমনটাই আশা করেছিলেন তাঁরা।
২২-২৪ নভেম্বরের মধ্যে ৩ হাজার কোটি টাকারও বেশি IPO সাবস্ক্রিপশনের জন্য রাখা হয়েছিল। তার প্রাইস ব্যান্ড ছিল ৪৭৫-৫০০ টাকার মধ্যে।
Tata Technologies- টাটা গ্রুপের অটো সংস্থা Tata Motors-এর সাবসিডিয়ারি সংস্থা। মূলত কারিগরি এবং প্রকৌশলী বিষয় সংক্রান্ত গবেষণা, উন্নয়ন এবং নির্মাণের বিষয়টি (Manufacturing-focused Engineering Research & Development) দেখবে এই সংস্থা।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
আরও পড়ুন: আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের দর কত? গতকালের তুলনায় কি হেরফের হল দামে?