Tata Tiago CNG: পেট্রল-ডিজেলের অগ্নিমূল্যের জেরে দেশে বেড়েই চলেছে CNG গাড়ি লঞ্চের সংখ্যা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে Tata Tiago ও Tigor plus। সম্প্রতি নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে টিজ করেছে টাটা মোটরস (Tata Motors)। দেখে নিন সেই নতুন দুই গাড়ি।  


Tata Tiago CNG: সম্প্রতি টাটা মোটরস তার পরবর্তী পণ্য টিজ করেছে। টিগোর প্লাস ও টিয়াগো সিএনজি সংস্করণ নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে কোম্পানি। দুটি গাড়ির ক্ষেত্রেই ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট দেবে কোম্পানি। তবে এতে অন্য কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। সেই ক্ষেত্রে গাড়িতে একই পাওয়ার দেবে কোম্পানি। 


Tata Tiago CNG Engine: নতুন ভ্যারিয়েন্টে 1.2 লিটার পেট্রোল মোটরে 86bhp ক্ষমতা থাকবে। যদিও CNG-তে রূপান্তরিত হওয়ায় তার ক্ষমতা কিছুটা কমে যাবে। Tiago-র রেগুলার পেট্রল ভ্যারিয়েন্টের পরিবর্তে CNG ট্রিম শুধুমাত্র একটি ম্যানুয়াল ভ্যারিয়েন্ট পাবে। 


Tata Tiago CNG: গাড়ির খরচ
আগের থেকে দাম বাড়বে গাড়ির। তবে গাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হলেও প্রতি কিলোমিটারে কমবে খরচ। CNG থাকায় প্রতি কিলোমিটারে ২ টাকারও কম হবে এই গাড়ির খরচ। অর্থাৎ পেট্রোল গাড়ির তুলনায় এটি চালানো অনেক সস্তা হবে। পেট্রলের দাম বৃদ্ধি ও ইলেকট্রিক গাড়ি দাম অনেক বেশি হওয়ায়, এখন বেশিরভাগ ক্রেতা সিএনজির দিকে ঝুঁকছেন। তবে পরিসংখ্যান বলছে, দেশে এখনও সিএনজি স্টেশনের সংখ্যা অনেক কম। সেই কারণে পাম্পে গেলে অনেকটা সময় দাঁড়াতে হয় এই গাড়ির ক্রেতাদের। বর্তমানে,Maruti,Hyundai এর মতো মাত্র কয়েকটি গাড়ি নির্মাতা ফ্যাক্টরি ফিটেড CNG গাড়ি অফার করে। এবার সেই তালিকায় নাম লেখাল টাটাও। শীঘ্র্ই আমরা দেখতে পাব Altroz CNG ।  


Upcoming Cruiser Bikes 2022: চলতি বছরে ধামাকা করবে এই ক্রুজারগুলি, তালিকায় আছে RE, Bajaj, TVS


Cars Price Hike: নতুন বছরে দামি হল গাড়ি, কোন-কোন কার কিনতে বেশি খরচ ?