পানাজি (গোয়া) : মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজের ৬৬ জন যাত্রীই করোনায় আক্রান্ত। ওই জাহাজে প্রায় ২০০০ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৬৬ জনই সংক্রমিত বলে জানান গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে। 


একটি ট্যুইটে স্বাস্থ্যমন্ত্রী রাণে লিখেছেন, কর্ডেলিয়া ক্রুজ জাহাজের ২০০০ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ৬৬ জন করোনায় আক্রান্ত। যাঁরা নমুনা সংগ্রহ করেছিলেন এবং এমপিটি-র স্টাফরাও একই কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রীদের নামতে দেওয়া হবে কি না।


প্রসঙ্গত, এই কর্ডেলিয়া ক্রুজ সেই জাহাজ যাতে গত বছর অভিযান চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। যে জাহাজে ছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। সেই ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ।  


আরও পড়ুন ; চলে এল তৃতীয় ঢেউ? ওমিক্রন-আশঙ্কার মধ্যেই ফের দেশে বাড়ল করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা


এদিকে সোমবার গোয়ায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত চার জনের হদিশ পাওয়া যায়। এই চার জনের মধ্যে একজন গোয়ারই। যাঁর কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। অর্থাৎ এখানেই সংক্রমিত হয়েছে। তাই এনিয়ে আর পরীক্ষার প্রয়োজন আছে বলে জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।


প্রসঙ্গত, ওমিক্রন-ভ্যারিয়েন্ট নিয়ে প্রবল উদ্বেগের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে, মৃতের সংখ্যা কমেছে গত একদিনে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৩৩ হাজার ৭৫০। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ হাজার ৮৪৬। গত একদিনে মৃত্যু হয়েছে ১২৩ করোনা আক্রান্তর।


দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। অতিমারী শুরুর সময় থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩।