Investment: বিনিয়োগের একাধিক  বিকল্প থাকলেও এখনও দেশের বেশিরভাগ মানুষ স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগ করতে পছন্দ করেন। আপনি যদি সঞ্চয়ের সঙ্গে ট্যাক্স সাশ্রয়ের (Tax Savings) সুবিধা পেতে চান, তবে ট্যাক্স সেভিংস এফডি স্কিমে (FD) বিনিয়োগ করতে পারেন।


 এই স্কিমগুলির মাধ্যমে আপনি আয়করের ধারা 80C এর আওতায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। 5 বছরের বেশি মেয়াদের FD হল কর সাশ্রয়ী FD। আপনি ITR ফাইল করার সময় এই ছাড় দাবি করতে পারেন। আমরা আপনাকে সেই ব্যাঙ্কগুলির সম্পর্কে বলছি , যেগুলি ট্যাক্স সেভিং এফডি স্কিমগুলিতে উচ্চ সুদ দিচ্ছে।


1. ডিসিবি ব্যাঙ্ক ট্যাক্স সেভিং এফডি স্কিম
বেসরকারি খাতের DCB ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের জন্য 7.40 শতাংশ সুদের হারে 5 বছরের কর সাশ্রয়ী FD দিচ্ছে। এই সময়ের মধ্যে প্রবীণ নাগরিকদের জন্য 7.90 শতাংশ সুদ দিচ্ছে ।


2. ইয়েস ব্যাঙ্ক ট্যাক্স সেভিং এফডি স্কিম
ইয়েস ব্যাঙ্ক তার ট্যাক্স সেভিং এফডি স্কিমে বিনিয়োগের জন্য সাধারণ নাগরিকদের 60 মাসের অর্থাৎ 5 বছরের FD-তে 7.25 শতাংশ সুদের হার অফার করছে। এই প্রবীণ নাগরিককে এই সময়ের মধ্যে 8.00 শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে।


3. Axis Bank ট্যাক্স সেভিং FD স্কিম
বড় বেসরকারি ব্যাঙ্ক অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্ক তার সাধারণ নাগরিকদের 60 মাসে অর্থাৎ 5 বছরের ট্যাক্স সেভার এফডি স্কিমে 7.00 শতাংশ সুদের হার অফার করছে। এদিকে প্রবীণ নাগরিকদের ৭ দশমিক ৭৫ শতাংশ সুদের সুবিধা দেওয়া হচ্ছে।


4. IndusInd ব্যাঙ্ক ট্যাক্স সেভিং FD
IndusInd ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের 60 মাসে অর্থাৎ 5 বছরের ট্যাক্স সেভার FD স্কিমে 7.25 শতাংশ সুদের হার অফার করছে। একই সময়ে  প্রবীণ নাগরিকদের জন্য 7.25 শতাংশ সুদ দেওয়া হবে।


5. HDFC ট্যাক্স সেভিং FD
বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তার সাধারণ নাগরিকদের ট্যাক্স সেভিং এফডি স্কিমে 7 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। একই সময়ে, এই সময়ের মধ্যে প্রবীণ নাগরিকদের জন্য 0.50 শতাংশ বেশি সুদের হার দেওয়া হচ্ছে।


Investment: ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সুখবর দিয়েছে সরকার। অন্যান্য সব স্বল্প সঞ্চয় প্রকল্পের হার একই রেখে পাঁচ বছরের রোকরিং ডিপোজিট স্কিমের সুদ বাড়িয়েছে কেন্দ্র। ফিক্সড ডিপোজিট (FD) এর মতোই Recurring deposit (RDs) বেতনভোগী ও প্রবীণ নাগরিকদের মধ্যে এক জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম। রেকারিং ডিপোজিট স্কিম নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত মাসিক আমানতের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি করার সুযোগ দিয়ে থাকে।


Post Office vs SBI vs HDFC Bank RD
সরকার ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার 6.5 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছে।


SBI 5.75%-7% পর্যন্ত সুদের হার অফার করে এক বছর থেকে দশ বছরের RD-এর উপর ধরা হবে। এই হারগুলি 15 ফেব্রুয়ারি 2023 থেকে কার্যকর হবে৷


HDFC ব্যাঙ্ক 4.50% থেকে 7% পর্যন্ত সুদের হার অফার করে ছয় মাস থেকে দশ বছরে পরিপক্ক হওয়া RD-এর উপর। এই হারগুলি 24 জানুয়ারি 2023 থেকে কার্যকর হবে৷


Aadhaar Fraud Alert: আধার প্রতারণায় চুরি যাচ্ছে টাকা ! অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই পরামর্শ দিল ব্যাঙ্ক