Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে (Kolkata Police) নিয়োগ হচ্ছে। Driver/ Police Driver- এই পদে নিয়োগ করা হবে কলকাতা পুলিশে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। kolkatapolice.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। তবে আজই আবেদন জানানোর শেষ তারিখ। অর্থাৎ ৯ অক্টোবর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হতে চলেছে। মোট ৪১২টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে কলকাতা পুলিশে। 


কারা আবেদন করতে পারবেন

 

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। একটি স্বীকৃতপ্রাপ্ত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। এছাড়াও অতি অবশ্যই থাকতে হবে গ্রহণযোগ্য ট্রান্সপোর্ট লাইসেন্স। এর পাশাপাশি সরকারি কোনও সংস্থা বা আধা সরকারি প্রতিষ্ঠান কিংবা রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোং- এই জাতীয় সংস্থায় তিন বছর ড্রাইভার বা চালকের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

নির্বাচন প্রক্রিয়া, যোগ্য প্রার্থীদের কীভাবে বেছ নেওয়া হবে 


ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ- এই দুই পদ্ধতিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউয়ের পর একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেখানে প্রাথমিক ভাবে বেছে নেওয়া প্রার্থীদের নাম থাকবে। নির্বাচন প্রক্রিয়ার এই দুই বিভাগে প্রার্থীরা যেরকম নম্বর পাবেন তার ভিত্তিতে তৈরি হবে এই মেরিট লিস্ট। প্রাথমিক ভাবে যেসব প্রার্থীদের বাছাই করা হবে তাঁদের মেডিক্যাল বা শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে কলকাতা পুলিশ হাসপাতালে। 


কোথায় পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম


ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর তা একটি ড্রপ বক্সে জমা দিতে হবে। Police Training School, 247, A.J.C Bose Road, Kolkata- 700027- এই ঠিকানায় রয়েছে ওই ড্রপ বক্স। অফিস আওয়ার্স অর্থাৎ সাধারণত যে সময় অফিস চলে সেই সময়ের মধ্যে গিয়ে ড্রপ বক্সে পূরণ করা ফর্ম জমা দিয়ে আসতে হবে। এর অর্থ হল কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে ফর্ম পূরণ বা ফ্লিপআপ করতে হবে এবং তা ডাউনলোড করে জমা দিতে হবে কলকাতার পুলিশ ট্রেমিং স্কুলে রাখা ড্রপ বক্সে।  


আরও পড়ুন- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৪০০-র বেশি শূন্যপদে নিয়োগ, বাড়ল রেজিস্ট্রেশনের মেয়াদ


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI