Tata Consultancy Services: দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস-এর পক্ষ থেকে তাদের কর্মীদের বেতন নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত ৭০ শতাংশেরও বেশি কর্মীকে ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে দেওয়ার কথা জানানো হয়েছে। আর বাকি কর্মীদের এই ভ্যারিয়েবল পে দেওয়া হবে তাদের বিজনেস ইউনিটে পারফরম্যান্সের উপরে ভিত্তি করে।
সংবাদসূত্রে জানা যাচ্ছে, গত সপ্তাহে সংস্থার কর্মীদের কাছে পাঠানো একটি ইমেলে চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লক্কড় জানিয়েছেন, QVA পরিকল্পনার আওতায় থাকা সি২ গ্রেড অথবা সমমানের গ্রেড এ-র সমস্ত কর্মী ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে পাবেন। একে কোয়ার্টারলি ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স বলা হয়। সি৩ গ্রেড বা তার উপরের স্তরের কর্মীদের বেতন তাদের ব্যবসায়িক দক্ষতার উপরে নির্ভর করবে।
টিসিএসে কর্মীদের গ্রেড ব্যবস্থা রয়েছে
টিসিএসে কর্মীদের জন্য গ্রেড ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ট্রেনি কর্মীরা পড়েন ওয়াই লেভেলে। সিস্টেম ইঞ্জিনিয়াররা রয়েছেন সি ওয়ান স্তরে। এরপরে একে একে আসে সি২, সি৩, সি৪, সি৫ স্তর এবং সব স্তরের শীর্ষে থাকে CXO। সি৩ বা এর উপরের ব্যান্ডের অধীনে থাকা কর্মীদের সিনিয়র কর্মী হিসেবে বিবেচনা করা হয়। আর সি২ বিভাগের অধীনে থাকা ৭০ শতাংশ কর্মী তিন মাসের জন্য তাদের সম্পূর্ণ কোয়ার্টারলি ভ্যারিয়েবল অ্যালাউয়েন্স পাবেন।
বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
সম্প্রতি টিসিএস সংস্থা তাদের কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তী ত্রৈমাসিক পর্যন্ত স্থগিত করেছে। সংস্থাটি প্রতি অর্থবর্ষে ১ এপ্রিল থেকে তাদের কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করে। সংস্থা জানিয়েছে যে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে টানা তিন মাস ধরে ডলারের দুর্বলতা সংস্থার রাজস্বের উপরে প্রভাব ফেলেছে। তবে এই সময়ের মধ্যে প্রচুর নতুন লোক নিয়োগ করা হয়েছে। প্রথম ত্রৈমাসিকে নিয়োগ করা হয়েছিল ৫০৯০ জন কর্মী। এর ফলে সংস্থার মোট কর্মী সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজারেরও বেশি রয়েছে।
প্রথম ত্রৈমাসিকে ১২৭৬০ কোটি টাকা লাভ
২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টাটা কনসালট্যান্সি সার্ভিস সংস্থা বার্ষিক ভিত্তিতে ৬ শতাংশ মুনাফা বাড়িয়েছে। এই ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে ১২ হাজার ৭৬০ কোটি টাকা। সংস্থার অপারেটিং আয়ও ১.৩২ শতাংশ বেড়ে ৬৩,৪৩৭ কোটি টাকা হয়েছে যা গত বছরের একই ত্রৈমাসিকে ছিল ৬২,৬১৩ কোটি টাকা। দারুণ ত্রৈমাসিকের ফলাফলের পরে সংস্থাটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ১১ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে।