রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার উপকূল অঞ্চল। ১০ কিলোমিটার পর্যন্ত গভীরতায় এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। আর এই ভূমিকম্পের (Alaska Earthquake) পরে মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা উপকূলীয় অঞ্চলে আলাস্কার কিছু কিছু অংশে ভয়ঙ্কর সুনামির সতর্কতা জারি করে। তবে এক ঘণ্টারও বেশি সময় পরে তাৎক্ষণিক ঝুঁকি কমে যাওয়ায় এই সতর্কতার তীব্রতা কমিয়ে আনা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতরের পক্ষ থেকে সমস্ত সুনামি সতর্কতা বা পরামর্শ বাতিল করে দেওয়া হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে আলাস্কা উপদ্বীপের ঠিক কেন্দ্রে পপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটের কিছু পরে ভূমিকম্প (Alaska Earthquake) আঘাত হানে। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি জানিয়েছে যে ৭.০ থেকে ৭.৯ তীব্রতার ভূমিকম্পকে গুরুতর ক্ষতিকর বলে মনে করা হয়। এখনও পর্যন্ত প্রতি বছরে এই তীব্রতার ভূমিকম্প ১০ থেকে ১৫ বার আঘাত হেনেছে বলে জানা গিয়েছে খবরে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে স্যান্ড পয়েন্টের দক্ষিণে ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকার পাতের মধ্যে সাবডাকশন জোন ইন্টারফেসের উপরে বা তার কাছাকাছি থ্রাস্ট ফল্টিংয়ের ফলে ঘটেছে। আলাস্কার ঐ অঞ্চলে এক বাসিন্দার তোলা ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে যে তীব্র ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে উঠছে। এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো ফুটেজ পোস্ট করে ভূমিকম্প কেন্দ্রের সরকারি দফতর লিখেছে যে এই ফুটেজ ভূমিকম্প কেন্দ্রের (Alaska Earthquake) প্রায় ৫০ মাইল দূরে স্যান্ড পয়েন্টের এক বাসিন্দার কাছ থেকে পাওয়া গিয়েছে। এই ফুটেজ ভূমিকম্পের তীব্রতা কেমন ছিল তা অন্যদের বুঝতে সাহায্য করবে। আলাস্কায় আঘাত হানা এই তীব্র ভূমিকম্পে কেউ আহত হয়নি, কোনও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
সুনামি সতর্কতা প্রথমে জারি করা হলেও পরে এই সতর্কতা অবস্থা নিয়ন্ত্রণাধীন আসার পরে বাতিল করা হয়। তবে কোডিয়াক দ্বীপের বাসিন্দাদের জন্য এখনও এই সতর্কতা জারি রয়েছে কারণ এই দ্বীপে থাকেন প্রায় ৫২০০ মানুষ। সবার প্রথম সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পপোফ দ্বীপের স্যান্ড পয়েন্ট এলাকা যেখানে বাস করেন ৫২০ জন মানুষ, সেখানে তাই আধিকারিকরা বাসিন্দাদের দ্রুত সতর্ক করতে এবং উঁচু স্থানে স্থানান্তরিত হতে নির্দেশ দিয়েছেন।
প্রায় ৪১০০ জন বাসিন্দা রয়েছে উনালাস্কা দ্বীপে যা আদপে একটি মৎস্য শিকার কেন্দ্র। এই অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষ সমস্ত বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ ফুট উপরে এবং কমপক্ষে ১ মাইল দূরে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। আলাস্কা উপদ্বীপের দক্ষিণ উপকূলে ৮৭০ জন মানুষের একটি বাসস্থান কিং কোভে জরুরি বার্তা পাঠানো হয়েছে যাতে উপকূলের কাছাকাছি থাকা সমস্ত মানুষ বিলম্ব না করে নিরাপদ স্থানে সরে যান।