Tata Consultancy Sevices: সোমবার বাজার (Stock Market) খুললে বড় ধস নামতে পারে TCS-এ।ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানি টিসিএসের সঙ্গে চুক্তি বাতিল করেছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। প্রযুক্তিগত ত্রুটির পরে TCS-এর সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এই বিশ্ববিদ্যালয়।
কী কারণে বাতিল চুক্তি
শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন। তিনি বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে। এই কারণে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সাথে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখপাত্র আরও জানিয়েছেন, এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা টিসিএস-এর তত্ত্বাবধানে হবে না।
বিশ্ব শিক্ষার আঙিনায় অক্সফোর্ড
অক্সফোর্ড ইউনিভার্সিটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয় এবং এর নাম ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং মনমোহন সিং সহ অনেক বিশিষ্ট ভারতীয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার শিক্ষার্থী অক্সফোর্ডে পড়ার সুযোগ পেতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার মাধ্যমে ৩০টি কলেজে ভর্তি
অক্সফোর্ড ইউনিভার্সিটি অনলাইন পরীক্ষার মাধ্যমে সারা বিশ্ব থেকে কিছু আবেদনকারীকে বেছে নেয়। তারা ব্রিটেনের বিভিন্ন স্থানে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তি হন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 30টি কলেজ রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পড়ানো হয়।
বছর শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করা হয়েছে
টিসিএসকে গত বছর অক্সফোর্ড ইউনিভার্সিটির অনলাইন ভর্তি পরীক্ষা পরিচালনার অংশীদার করা হয়েছিল। TCS ION, TCS এর লার্নিং এবং অ্যাসেসমেন্ট ইউনিট, বিশ্ববিদ্যালয়ের এই কাজের অংশীদার হয়েছিল। তবে এই অংশীদারিত্বের এক বছরও পূর্ণ হতে পারেনি। চুক্তিটি এপ্রিল 2023 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং 2024 সালের জানুয়ারিতে শেষ হয়।
Tata Group: ২০ বছর পর ২০২৩-এর নভেম্বর মাসে বাজারে এসেছিল টাটা গ্রুপের নতুন আইপিও টাটা টেকনোলজিস (Tata Technologies)। ২২ নভেম্বর থেকে খুলেছিল এই আইপিওর বিডিং। তারপর ফের টাটার আইপিও নিয়ে চর্চা শুরু। নতুন বছরে কি আর আইপিও আসতে চলেছে ? শোনা যাচ্ছে, টাটা অটোকম্প সিস্টেমস-এর আইপিও (Tata IPO) আসবে বাজারে। শুধু তাই নয় এই তালিকায় রয়েছে আরও ৪টি আইপিও।
সূত্রের খবর, টাটা গ্রুপ তার অটোকম্পোনেট ম্যানুফ্যাকচারিং ব্যবসা Tata Autocomp Systems-এর আইপিও খুব শীঘ্রই লিস্টিং করতে চলেছে বাজারে। তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে ২০২৪ সালের শেষ দিকে এই আইপিও বাজারে আসতে পারে। টাটা গ্রুপের মধ্যে এ নিয়ে প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। অংশীদারিত্ব কতটা থাকবে, আইপিওতে কতটা বিনিয়োগ চাইছে টাটা গ্রুপ তা নিয়ে এখনও স্থির সিদ্ধান্ত জানা যায়নি।