Stock Market: আইটি শেয়ারে (IT Stocks) ফের গতি ফিরছে। ইন্ডিয়ান টেক জায়ান্ট টিসিএস TCS Share Price ও ইনফোসিসের শেয়ারের (Infosys Share Price) ওপর ভরসা করে বাড়ছে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার (Share Market)


আজ সকালে কত গেছে শেয়ারের দাম 
মঙ্গলবার (২১ নভেম্বর) ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস)শেয়ারের দাম বেড়েছে। ব্রোকারেজ বার্নস্টেইন আইটি কোম্পানির স্টকের নতুন টার্গেট প্রাইস দেওয়ার পরই বেড়েছে এই মূল্য।সোমবার সকাল 10:09 টায় বিএসইতে ইনফোসিসের স্টক 0.52 শতাংশ বা 7.40 টাকা বেড়ে 1443.70 টাকায় ছিল, যেখানে TCS-এর শেয়ার 0.22 শতাংশ বা 7.70 টাকা বেড়ে 3527.00 টাকায় গেছে।


বার্নস্টাইন ইনফোসিস- টিসিএস সম্পর্কে কী বলেছে?
আইটি মার্কেটে দুশ্চিন্তার মধ্যে ভারতের এই আইটি কোম্পানিগুলি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে বার্নস্টেইন ব্রোকারেজ। ইনফোসিসের উপর একটি 'আউটপারফর্ম' রেটিং বজায় রেখেছে কোম্পানি। তার টার্গেট শেয়ারের প্রাইস 1,580 টাকা থেকে 1,600 টাকায় বাড়িয়েছে সংস্থা।


একই রেটিং দেওয়া হয়েছে টিসিএস-এর জন্য। বার্নস্টেইন টিসিএস-এর জন্য একটি 'আউটপারফর্ম' রেটিংও বজায় রেখেছে। কিন্তু লক্ষ্যমাত্রা মূল্য 3,940 টাকা থেকে 3,800 টাকা কমিয়েছে সংস্থা।


কোন হঠাৎ ইনফোসিস এবং টিসিএস সংবাদের শিরোনামে?
সোমবার ইনফোসিস জানিয়েছে, এটি নভেম্বরে তার কর্মীদের ত্রৈমাসিক পারফরম্যান্স বোনাস দেবে,যা গড় 80 শতাংশ পেআউট। লেভেল 6 (PL6-ম্যানেজার) এবং নীচের ব্যান্ডে থাকা কর্মচারীরা বোনাসের জন্য যোগ্য হবেন।


অন্যদিকে, TCS সোমবার ঘোষণা করেছে যে অস্ট্রেলিয়ার বাজারে পরিষেবা দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মের ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট প্ল্যাটফর্ম প্রদান করতে অস্ট্রেলিয়ার প্রাইমারি সিকিউরিটিজ এক্সচেঞ্জ, ASX-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানি। এএসএক্স- বাজার পরিকাঠামোর জন্য TCS-এর ফ্ল্যাগশিপ পণ্য TCS BaNCS-এর পরিষেবা দেওয়া হবে। এক বিবৃতিতে এই খবর দিয়েছে  TCS।


IPO: লঞ্চ হতে হাতে মাত্র একদিন। তার আগেই গ্রে মার্কেটে (GMP) দুরন্ত গতি দেখাচ্ছে টাটা টেকনোলজিসের আইপিও (Tata Technologies IPO)। আকাশাছোঁয়া GMP-র কারণে এই স্টকে লিস্টিং (Stock Market) নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বিনিয়োগকারীদের (Investment)  মধ্যে। ২২ নভেম্বর সবার জন্য খোলা হবে এই আইপিও।  


প্রায় ২০ বছর পর আসছে এই আইপিও
চলতি সপ্তাহেই বেশ কয়েকটি আইপিও আসছে বাজারে। প্রায় ২০ বছর পর টাটার কোনও আইপিও আসায় শেয়ারবাজারের জন্য এটি বিশেষ সপ্তাহ বলে  প্রমাণিত হতে চলেছে। বছরের পর বছর ধরে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যেটির জন্য অপেক্ষা করছিলেন তা এই সপ্তাহে পূরণ হতে যাচ্ছে। আমরা স্টক মার্কেটের সবচেয়ে প্রতীক্ষিত আইপিও অর্থাৎ টাটা টেকনোলজিস আইপিও-র কথা বলছি। যা 22 নভেম্বর সাবস্ক্রিপশনের জন্য খুলতে চলেছে।


Multubagger Stock: ৬ মাসে দ্বিগুণ রিটার্ন,সরকারের থেকে বড় অর্ডার পেয়েছে এই মাল্টিব্যাগার স্টক