TCS Q2 Result : দেশের বৃহত্তম সফটওয়্যার পরিষেবা কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) বৃহস্পতিবার, ৯ অক্টোবর FY26-এর দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ (TCS Q2 Dividend) ঘোষণা করেছে। এর রেকর্ড তারিখ ৪ নভেম্বর ২০২৫ নির্ধারণ করেছে কোম্পানি। সেই তারিখে যোগ্য শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ পাবেন।
কী বলেছে কোম্পানি
কোম্পানির বিবৃতিতে বলেছে, "দ্বিতীয় অন্তর্বর্তী লভ্যাংশ মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির সেই ইক্যুইটি শেয়ারহোল্ডারদের দেওয়া হবে। যাদের নাম কোম্পানির সদস্যদের রেজিস্ট্রেশনে বা ডিপোজিটরির রেকর্ডে বুধবার ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে শেয়ারের সুবিধাভোগী মালিক হিসাবে দেখানো হবে, যা এই উদ্দেশ্যে নির্ধারিত রেকর্ড তারিখ।"
বিস্তারিত আসছে...