Share Market: আজ বাজার খুলতেই লাফ দিয়েছিল সেনসেক্স এবং নিফটি। সকালের সেশনে এক লাফেই ১০০ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স সূচক। কিন্তু তারপর যদিও কিছুটা পতন দেখা যায় সূচকে। তবে আজ সকালে টেক মহিন্দ্রার শেয়ারে (Tech Mahindra Share Price) এসেছে বিপুল গতি। শুক্রবার সকালেই এই শেয়ারের দাম বেড়ে যায় এক লাফে ১২ শতাংশ। অথচ ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ হলে দেখা গিয়েছে, ত্রৈমাসিকে টেক মহিন্দ্রার মুনাফা কমেছে ৪১ শতাংশ। কিন্তু তারপরেও কেন বাড়ল শেয়ারের দাম ?


বিগত অর্থবর্ষের একই ত্রৈমাসিকের তুলনায় এই বছর টেক মহিন্দ্রার (Tech Mahindra Share Price) ইয়ার অন ইয়ার নেট মুনাফার পরিমাণ ৪১ শতাংশ কমে হয়েছে ৬৬১ কোটি টাকা। এমনকী অপারেশনস থেকে আসা রেভিনিউ কমে গিয়েছে ৬.২ শতাংশ। এই ত্রৈমাসিকে অপারেশনস থেকে আসা রেভিনিউর পরিমাণ টেক মহিন্দ্রার ক্ষেত্রে ১২,৮৭১.৩০ কোটি টাকা। এর কারণ টেক মহিন্দ্রার সিইও ও এমডি মোহিত যোশী সম্প্রতি একটি তিন বছরের টার্ন অ্যারাউন্ড প্ল্যান দিয়েছেন যা ধীরগতির ব্যবসায়িক সমৃদ্ধিকে টেক্কা দিতে পারবে। এর মাধ্যমে আগামী ২০২৭ সালের মধ্যে আরও বেশি রেভিনিউ আনা এবং মার্জিন বাড়ানর দিকে খেয়াল রাখা হবে।


দেখা গিয়েছে এই বছরের শুরু থেকে টেক মহিন্দ্রার (Tech Mahindra Share Price) শেয়ারে কিছুটা পতন লক্ষ্য করা গেলেও এই তিন মাসে মাত্র ৩ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এই সংস্থা ৫০০ মিলিয়ন ডলারের একটি ব্যবসায়িক চুক্তি করে ফেলেছে। তৃতীয় ত্রৈমাসিকে এই ডিলের পরিমাণ ছিল ৩৮১ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে টেক মহিন্দ্রার বার্ষিক কর ব্যতীত মুনাফার অঙ্ক ছিল ৪৮৫৭ কোটি টাকা, সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে এই অঙ্ক এসে দাঁড়িয়েছে ২৩৯৬.৮০ কোটি টাকায়। সংস্থার EBITDA-ও ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে কমে গিয়েছে ৩০ শতাংশ।  


তবে এর পরেও টেক মহিন্দ্রা সংস্থার তাঁর শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিয়েছে। ২৮ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে এই সংস্থা। ২০২৪ সালের ৯ অগস্টের আগেই এই চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ারহোল্ডারদের। ফলে আশা করা যায়, এই কারণে এবং সিইওর নতুন পরিকল্পনায় আশা রেখেই বিনিয়োগ বেড়েছে টেক মহিন্দ্রার শেয়ারে। আর তাই ১২ শতাংশ লাফ দিয়েছে এই শেয়ার।


আরও পড়ুন: Bank Holiday: বেশ কিছু শহরে ৩ দিন পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক- আজ কোথায় কোথায় ছুটি ?