Tesla In India : শীঘ্রই ভারতের বাজারে (Indian Car Market) আসতে পারে এই গাড়ি (Cars)। অনেকদিন ধরেই টেসলার এই ইভি (Tesla EV) নিয়ে চলছে জোর জল্পনা। ভারতে এলেও কি মধ্যবিত্তের সাধ্য়ের মধ্যে হবে এই গাড়ির দাম (Auto)।  


ভারতে এলে কত পড়বে দাম
টেসলা চলতি বছর ভারতের বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল ক্যাপিটাল মার্কেট ফার্ম সিএলএসএ বলছে, আমদানি শুল্ক 20 শতাংশের নীচে হ্রাস করা সত্ত্বেও ভারতে তার বৈদ্যুতিক গাড়িগুলির দাম কমপক্ষে 35-40 লক্ষ টাকা হবে। বর্তমানে টেসলার মডেল 3 হল মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইভি। যা ফ্যাক্টরি পর্যায়ে প্রায় 35,000 মার্কিন ডলার (প্রায় 30.4 লক্ষ টাকা) দাম। খুচরো ক্রেতারা এই দামে পাবেন গাড়ি। 


অন রোড প্রাইস কত হতে পারে
ভারতে আমদানি শুল্ক 15-20 শতাংশ প্রত্যাশিত হ্রাস, রোড ট্যাক্স, বিমা ও অন্যান্য ব্যয় নিয়ে মডেল 3-এর প্রত্যাশিত অন-রোড মূল্য এখনও প্রায় 40,000 মার্কিন ডলার হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 35-40 লক্ষ টাকার সমান। অন্তত সেই কথাই বলছে CLSA৷ সংবাদ সংস্থা এএনআই কোট করেছে ব্রোকারেজ ফার্মের এই বক্তব্য। 


মহিন্দ্রা, টাটার ইভি মার্কেটের জন্য ভাল
মাহিন্দ্রা XEV 9e, Hyundai e-Creta এবং Maruti Suzuki e-Vitara-এর মতো দেশীয় EV মডেলগুলির দাম থেকে টেসলার ইভির দাম প্রায় 20-50 শতাংশ বেশি৷ CLSA রিপোর্ট বলছে, ভারতে টেসলার প্রবেশ ভারতীয় ইভি বাজারকে উল্লেখযোগ্যভাবে ধাক্কা দিতে পারবে না। এই বিষয়ে কমপ্লিট সার্কেল ওয়েলথ-এর ম্যানেজিং পার্টনার ও চিফ ইনভেস্টমেন্ট অফিসার গুরমিত চাড্ডা বলেছেন, "ভারতে টপ-10 বিক্রি হওয়া গাড়ির মধ্যে মাত্র দুটির দাম 20 লাখ টাকার উপরে। এরা হল হুন্ডাইয়ের ক্রেটা ও মহিন্দ্রার স্করপিও।"


টেসলা কবে ভারতে আসছে?
রিপোর্ট বলছে, টেসলা এপ্রিল থেকে ভারতে তার রিটেল কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন সংস্থাটি নয়াদিল্লি (অ্যারোসিটি) ও মুম্বাই (বান্দ্রা কুরলা কমপ্লেক্স) দুটি শোরুমের জন্য জায়গা বেছেছে। টেসলা প্রাথমিকভাবে তার জার্মান ইউটিলিটি থেকে ভারতে বিক্রির জন্য যানবাহন আমদানি করবে। দেশে আমদানি করা যানবাহনগুলি প্রথমে সফল হলে ভারতে একটি উত্পাদন ইউনিট স্থাপন করতে পারে কোম্পানি।


 জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে শোনা যাচ্ছে সুখবর। এবার বাজারে আসতে পারে গ্র্যান্ড ভিটারার 7-সিটার সংস্করণ (Maruti Suzuki Grand Vitara 7 seater)।  সূত্রের খবর, ই-ভিটারা চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই এই গাড়িটি (Cars) বাজারে আসবে।

 

হুন্ডাইয়ের এই মডেলের সঙ্গে হবে প্রতিযোগিতা

হুন্ডাইয়ের আলকাজারের প্রতিদ্বন্দ্বী হবে এই গাড়ি। গ্র্যান্ড ভিটারার চেয়ে অনেক বেশি কিছু হবে। সম্ভবত এর নাম আলাদা হবে। গ্র্যান্ড ভিটারার নাম না রাখলেও নেক্সা বিক্রয় কেন্দ্রগুলির মাধ্যমে সেল হবে এই গাড়ি।

Indian Railways : ট্রেন থেকে বালিশ, বিছানার চাদর চুরি বড় অপরাধ, জরিমানা ছাড়াও কত বছরের জেল ?


Car loan Information:

Calculate Car Loan EMI