Trump-Musk Row: টেসলার সিইও এলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দিয়েছে সম্প্রতি আর এই ফাটলের কারণ মূলত একটি কর নীতি বিল যা নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন এলন মাস্ক। ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জনসাধারণের অর্থের অপচয় বলে দাবি করেছেন এলন মাস্ক। এমনকী এই বিলকে (Donald Trump vs Elon Musk) লজ্জাজনক বলেও অভিহিত করেছেন তিনি। তিনি জানিয়েছেন যে রাতারাতি এই বিল পাস করানো হয়েছে যাতে এ নিয়ে আর কোনও আলোচনা না হয়। আর মাস্কের এই মন্তব্যের জেরে ক্রোধোন্মত্ত ট্রাম্প। এই দ্বৈরথে বড় লোকসান (Tesla Share Crash) হল এলন মাস্কের। টেসলার বাজার মূলধন থেকে একদিনেই মুছে গেল ১৫০ বিলিয়ন ডলার। এক ধাক্কায় ১৪ শতাংশ পড়ল টেসলার শেয়ারের দাম।

স্টারবাকস সহ আরও বেশ কিছু মার্কিন বাজারে তালিকাভুক্ত সংস্থার বাজার মূলধন একত্রিত করলে তবে টেসলার বাজার মূলধনকে ছোঁয়া যাবে আর সেই বিপুল মূল্যের সংস্থার শেয়ারে আর বিরাট পতন। বিনিয়োগকারীরা পরপর টেসলার শেয়ার বিক্রি করেছে বাজারে। রাজনৈতিক আবহে নিজেদের আর্থিক পরিকল্পনার বদল ঘটিয়েছেন অনেকেই। মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে এখনও পর্যন্ত টেসলার শেয়ারে বা বাজার মূলধনে এত বড় পতন এই প্রথম।

ফোর্বসের মতে গতকাল বৃহস্পতিবার টেসলার শেয়ারের দামে পতনের পরে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৭ বিলিয়ন ডলার কমে ৩৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে এলন মাস্ক জানান যে ট্রাম্পের ইভি ম্যান্ডেটে বরাদ্দ কমানোর ঘোষণায় হঠাৎই সমস্যায় পড়েন তিনি। মাস্ক জানিয়েছেন যে তিনি আগে থেকে এই বিষয়ে কিছুই জানতেন না। সমাজমাধ্যমে ট্রাম্প ও মাস্কের উত্তেজনাকালীন সময়ে এলন মাস্ককে সরকারি ভর্তুকি ও চুক্তি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জেপি মর্গ্যানের তথ্য অনুসারে, ডোনাল্ড ট্রাম্পের এই ইভি ট্যাক্স ক্রেডিট বিল সংক্রান্ত কারণে এলন মাস্কের সংস্থা টেসলার বার্ষিক ১.২ বিলিয়ন ডলারের লোকসান হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প চান ইভি ট্যাক্স ক্রেডিট বাতিল করতে কারণ তাঁর মতে এই বিলের কারণে সরকারি কোষাগারের বদলে টেসলার মত বেসরকারি সংস্থাগুলির কাছে অতিরিক্ত রাজস্ব গচ্ছিত থাকবে যা টেসলার মত আরও অনেক সংস্থাকে বাড়তি সুবিধে দেবে। এই গচ্ছিত অর্থ সরকারের কাছে ফিরিয়ে নিয়ে ট্রাম্প তা আর্থিক উন্নয়নের কাজে লাগাতে চান।