Most Praised IPO 2022: এলআইসি থেকে শুরু করে রুচি সোয়া, চলতি বছরে বাজারে হৈচৈ ফেলে দিয়েছিল প্রচুর আইপিও। যদিও ২০২২-এর শেষে বাজারে ভাল লাভের মুখ দেখাতে পেরেছে হাতে গোনা কিছু শেয়ার। জেনে নিন, বছর শেষে কোন আইপিওগুলিতে বেশি সাবক্রাইব হয়েছে।
FYERS ডেটা বলছে, চলতি বছরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)র আইপিও নিয়ে তৈরি হয়েছিল বিশাল উন্মাদনা। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির ইস্যু সাইজ ছিল 21,008 কোটির। এরপর ছিল দিল্লিভেরি । যার ইস্যু সাইজ ছিল 5,235 কোটি। খুব একটা পিছিয়ে ছিল না রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ। এর ইস্যু সাইজ ছিল 4,300 কোটি টাকার। তবুও বছর শেষে বিনিয়োগকারীদের সেভাবে রিটার্ন দিতে পারেনি এই আইপিওগুলি।
Star Performers of 2022: তারকা আইপিও ছিল এগুলি
সবচেয়ে বেশি সাবস্ক্রিপশন সহ তারকা পারফরম্যান্স দিয়েছে - হর্শা ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল, ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া, ডিসিএক্স সিস্টেমস, ড্রিমফোক্স সার্ভিসেস ও ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। জেনে নিন, কোন আইপিওগুলি বেশি সাবক্রাইব করেছে বিনিয়োগকারীরা।
1. Harsha Engineers International: এই কোম্পানির IPO 2022 সালে সর্বোচ্চ সাবস্ক্রিপশন পেয়েছে। এটি 22 সেপ্টেম্বর বন্ধ হয়ে গেছে। মোট 74.7 গুণ বেশিবার সাবস্ক্রাইব হয়েছে এই আইপিও। Qualified institutional buyers (QIBs)এই আইপিওর জন্য সবচেয়ে বড় দরদাতা ছিলেন। এই আইপিও-র বেশিরভাগ অংশ 178.3 গুণ বেশি সাবস্ক্রাইব করেছে QIBs। যেখানে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (NII)-এর অংশ ছিল 71.3 গুণ। খুচরা ব্যক্তিগত বিনিয়োগকারীদের (RII)
এই আইপিও 17.63 গুণ বেশিবার সাবস্ক্রাইব করেছে। IPO-র ইস্যু মূল্য ছিল 330 টাকা প্রতি পিস। আইপিওর আকার ছিল 755 কোটি
টাকা।
2. ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া: এই কোম্পানি চলতি বছরে 71.9 বার ওভারসাবস্ক্রিপশন সহ দ্বিতীয়-সেরা আইপিও ছিল। QIBs এই আইপিওর জন্য সবচেয়ে বড় দরদাতা হিসাবে সামনে এসেছে। সেই সঙ্গে এরা 169.5 বার সাবস্ক্রাইব করেছে এই শেয়ার। যেখানে NII ও RII যথাক্রমে শেয়ার 63.6 বার ও 19.73 বার সাবস্ক্রাইব করেছে। IPO-র আকার ছিল 500 কোটি টাকা ,যা 7 অক্টোবর বন্ধ হয়ে গেছে, যেখানে ইস্যু মূল্য ছিল 59 টাকা।
3. DCX সিস্টেমস: এই আইপিওর আকার ছিল 500 কোটি টাকা। 2 নভেম্বর বন্ধ হয়ে যাওয়ার সময় এর ইস্যু মূল্য ছিল 207 টাকা প্রতি শেয়ার। এই IPO 69.8 গুণ বেশিবার সাবস্ক্রাইব করা হয়েছে। এর সবচেয়ে বেশি বিডিং QIB ও RIIs থেকে এসেছে। কারণ এদের শেয়ার যথাক্রমে 84.32 বার ও 61.77 বার সাবস্ক্রাইব করেছে বিনিয়োগকারীরা। NII-এর শেয়ার 44 বার সাবস্ক্রাইব হয়েছে।
4. Dreamfolks সার্ভিস : চতুর্থ স্থানে, Dreamfolks IPO 56.7 গুণ বেশি সাবস্ক্রাইব করেছে। QIBs অংশ 70.53 বার সাবস্ক্রাইব করা হয়েছে। সেখানে RII 43.66 গুণ ও NIIগুলি 37.7 গুণ বেশিবার আইপিও সাবস্ক্রাইব করেছে । এই ক্ষেত্রে আইপিওর আকার ছিল প্রায় 562.10 কোটি টাকা। 26 অগাস্ট বন্ধ হয়েছিল এই আইপিও। সেই সময় 326 টাকা ছিল এর ইস্যু মূল্য।
5. ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার: এই আইপিওর আকার ছিল প্রায় 1,400.14 কোটি টাকা। 28 এপ্রিল বন্ধ হয়ে গিয়েছিল, যখন এটির ইস্যু মূল্য ছিল স্টক প্রতি 292 টাকা। কিউআইবি-র অংশের কথা বললে এই আইপিও 51.8 গুণ সাবস্ক্রাইব করা হয়েছে। এখানে NII ও RII-এর অংশ যথাক্রমে 22.3 গুণ ও 7.68 বার সাবস্ক্রাইব করেছে বিনিয়োগকারীরা।