Stock Market:  স্টক মার্কেটের বিপুল রিটার্নের আশায় এখন বহু মানুষ ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে শুরু করেছেন। এমনকী মিউচুয়াল ফান্ডে (Multibagger Mutual Fund) বিনিয়োগের রাশিও অনেক পরিমাণে বেড়ে গিয়েছে এই কয়েক মাসে। নতুন নতুন বিনিয়োগকারী আসছেন বাজারে। তবে এই সমস্ত ফান্ডের মধ্যে লার্জ ক্যাপ এবং মিডক্যাপে (Large and Midcap Fund) এমন কিছু ফান্ড নজরে এসেছে, যেগুলিতে এসআইপি করলে মাত্র ৫ বছরেই টাকা দ্বিগুণ হয়ে গিয়েছে। দুরন্ত রিটার্ন দিয়েছে কিছু ফান্ড, দেখে নিন এমনই ৫টি লার্জক্যাপ ও মিডক্যাপ ফান্ডের নাম।


লার্জক্যাপ হোক বা মিডক্যাপ, এই ধরনের ফান্ড (Multibagger Mutual Fund) তাদের মোট সম্পদের ৩৫ শতাংশ যথাক্রমে লার্জ ক্যাপ ও মিডক্যাপ সংস্থার স্টকে বিনিয়োগ করে থাকে। পিওর লার্জক্যাপ ফান্ডে রিটার্নের থেকে এই ধরনের লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ডের রিটার্ন অনেকাংশেই ভাল হয়। রিস্ক অনেকটা কমে যায়, আবার রিটার্নও বেড়ে যায় অনেক গুণে।


Quant Large and Midcap Fund Direct Growth


৫ বছরের সময়সীমায় এই ফান্ডে বিনিয়োগ করলে আপনি ৩০.২৯ শতাংশ বার্ষিক হারে রিটার্ন পেতেন। ২৯৫৪.৫৮ কোটি টাকা এখন এই ফান্ডের (Large and Midcap Fund) অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্টে। এক লপ্তে টাকা রাখতে গেলে এই ফান্ডে ন্যূনতম ৫০০০ টাকা এবং এসআইপির জন্য ন্যূনতম ১০০০ টাকা দিতে হবে। এর পোর্টফোলিওতে আছে ৩১টি স্টক যার মধ্যে অন্যতম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি পাওয়ার, ভেল, অরবিন্দ ফার্মা ইত্যাদি। ৫ বছর ধরে মাসিক ১০ হাজার টাকার এসআইপি করলে ৩৬.১৬ শতাংশ হারে মোট ৬ লাখ টাকা বিনিয়োগে আপনি এই ফান্ড থেকে রিটার্ন পেতেন ১৪.৪৮ লাখ টাকা।


Axis Growth Opportunities Fund Direct Plan


এই ফান্ডে ৫ বছরের মেয়াদে বার্ষিক ২৫.৩৮ শতাংশ রিটার্ন মিলেছে বিনিয়োগকারীদের। এখানে যদি ন্যূনতম ১০০ টাকা দিয়েই এককালীন বা এসআইপি শুরু করা যায়। ১২৩ টি স্টকের পোর্টফোলিও আছে এই ফান্ডের যেখানে ১০ হাজার টাকার SIP-তে ৫ বছরে আপনি পেতেন ১১.৮২ লাখ টাকা। অর্থাৎ ২৭.৫৩ শতাংশ বাড়ত আপনার বিনিয়োগ।


HDFC Large and Midcap Fund Direct Growth


১৯,৪৫৪ কোটি টাকা ম্যানেজ করছে এখন এই ফান্ড। ক্রিসিলের সমীক্ষায় এই ফান্ড পেয়েছে ৪ স্টার রেটিং। অ্যাক্সিসের ফান্ডের (Large and Midcap Fund) মতই এই ফান্ডেও ন্যূনতম ১০০ টাকার বিনিময়েই লাম্পসাম বা এসআইপি শুরু করা যায়। ব্যাঙ্কিং স্টকে এই ফান্ডে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ৩১.৫৪ শতাংশ রিটার্নের হিসেবে ৫ বছরে আপনার জমানো ৬ লাখ টাকা থেকে আপনি হাতে পেতেন ১৩ লাখ টাকা।


ICICI Prudential Large and Midcap Fund Direct Growth


এই ফান্ডে এককালীন টাকা রাখতে গেলে ন্যূনতম ৫০০০ টাকা এবং SIP-র জন্য ১০০ টাকা জমা করতে হয়। ১০ হাজার টাকা SIP করলে এই ফান্ডে বিগত ৫ বছরে আপনি রিটার্ন পেতেন ১২.৭৯ লাখ টাকা। অর্থাৎ আপনার জমানো ৬ লাখ টাকা সহজেই দ্বিগুণ হত ৫ বছরে।


Bandhan Core Equity Fund Direct Growth


বন্ধন ব্যাঙ্কের এই ফান্ডে ৫ বছরে ৬ লাখ টাকা জমালে আপনি রিটার্ন পেতেন ১২.৯৬ লাখ টাকা, অর্থাৎ ৩১.৪১ শতাংশ হারে বাড়ত আপনার বিনিয়োগ।


আরও পড়ুন: CNG Bike: দেশের প্রথম সিএনজি বাইক আনবে বাজাজ ! কবে আসবে বাজারে ? কত দামে পাবেন ?