OnePlus Smartphones: ভারতে বিক্রি শুরু হচ্ছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনের (OnePlus F27 Pro Plus 5G)। আগ্রহীরা এই ফোন কিনতে পারবেন ওপ্পো স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে (OnePlus Phones)। এছাড়াও পাওয়া রিটেল আউটলেটে। ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এবার দেখে নেওয়া যাক এই ফোন কেনার ক্ষেত্রে কী কী অফার রয়েছে। 


ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে IP69, IP68, IP66- তিনটি সার্টিফিকেশন রেটিং যুক্ত রয়েছে। তার ফলে ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। চিনে লঞ্চ হওয়া ওপ্পো এ৩ প্রো ফোনের rebadged ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন। 


একগুচ্ছ অফার রয়েছে এই ফোন কেনার ক্ষেত্রে 



  • ক্রেতারা ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন কেনার পর ১৮০ দিনের মধ্যে একবার স্ক্রিন বদলানোর সুযোগ পাবেন। এর খরচ ৯৯৯ টাকা। অর্থাৎ ফোন কেনার ১৮০ দিনের মধ্যে ডিসপ্লেতে কিছু হলে তা বদলানোর জন্য ৯৯৯ টাকা দিতে হবে। 

  • ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন ৬ মাস পর্যন্ত। আর লোন নিয়ে ফোন কিনলে ৯ মাস পর্যন্ত ব্যবস্থা রয়েছে। বাজাজ ফিনান্স, টিভিএস ক্রেডিট ফিনান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচডিএফসি ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে পাওয়া যাবে এই লোনের সুবিধা। কোনও টাকা ডাউন পেমেন্ট হিসেবে দেওয়ার প্রয়োজন নেই। 

  • এস্কচেঞ্জ বোনাস হিসেবে পাওয়া যাবে ১০০০ টাকা। যাঁরা আগেও ওপ্পো ইউজার ছিলেন তাঁরা আরও ১০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন লয়ালটি বোনাস হিসেবে। 

  • ফ্ল্যাট ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় রয়েছে এইচডিএফসি, এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের ক্ষেত্রে। 


ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে



  • ওপ্পোর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাবেন ইউজাররা। 

  • এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। 

  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত থ্রিডি কার্ভড OLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন। 

  • ফোনের ডুয়াল ক্যামেরায় ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে? দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।