Stock Market: স্টক মার্কেটের অবস্থা এই কয়েকদিন ধরে বেশ টালমাটাল চলছে। নিফটি আর সেনসেক্স উভয় সূচকেই পতন এসেছে। কারেকশন দেখা গিয়েছে বাজারে। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলিতেও ব্যাপক পতন দেখা গিয়েছে এই কয়েকদিনে। তবে এর মূল কারণ প্রফিট বুকিং, লিকুইডিটি কম থাকা এবং উচ্চ ভ্যালুয়েশনের (Mutual Funds) জন্য ব্যাপক সেল অফ। তবে বিশেষজ্ঞদের মতে মিডক্যাপ ও স্মলক্যাপ সংস্থাগুলির গ্রোথ রেটে সেভাবে কোনও বদল দেখা যায়নি। আর এরই মধ্যে এমন কিছু কিছু মিউচুয়াল ফান্ডের সন্ধান মিলেছে যেগুলি বাজারের পতনকে (Stock Market) তোয়াক্কা না করেই কোটিপতি করেছে বিনিয়োগকারীদের।

এসআইপি বিনিয়োগেই কোটিপতি

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে মানা হয় সবথেকে নিরাপদ কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যম। বিনিয়োগকারীরা এই পদ্ধতির মাধ্যমে দীর্ঘমেয়াদে দারুণ রিটার্ন পেয়ে থাকেন। বাজারের ভোলাটিলিটির জন্য এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ঝুঁকি কমে যায়, লোকসানের সম্ভাবনা কমে যায়। এই ফান্ডগুলিতে শেষ ১০ বছরে ব্যাপক রিটার্ন দেবে।

নিপ্পন ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড

নিপ্পন ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড ২০১০ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল এবং এই ফান্ডে গড়ে ২৩.৫২ শতাংশ সিএজিআর পাওয়া গিয়েছে। কোভিডের পর থেকে এই ফান্ডে দারুণ রিটার্ন পাওয়া গিয়েছে।

এসবিআই স্মলক্যাপ ফান্ড

২০০৯ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল এই এসবিআইয়ের স্মলক্যাপ ফান্ড। এই ফান্ডে সিএজিআর রিটার্ন এসেছে ২২.৬১ শতাংশ। এতে রিস্ক কম এবং রিটার্ন নিশ্চিত এসেছে।

মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড

২০১৪ সালে মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড শুরু হয়েছিল। ফান্ডের সিএজিআর রয়েছে ২১.১৭ শতাংশ। অর্থাৎ বার্ষিক ২১.১৭ শতাংশ হারে রিটার্ন এসেছে। কিউজিএলপি ফ্রেমওয়ার্কে চলে এই ফান্ড।

এইচএসবিসি স্মলক্যাপ ফান্ড

এর আগে এলঅ্যান্ডটি ইমার্জিং বিজনেস ফান্ডের নামে এই ফান্ডটি চলত। কিন্তু ২০২২ সালে এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা একে অধিগ্রহণ করে। ১০ বছর ধরে এই ফান্ড বার্ষিক ২১.১৬ শতাংশ হারে রিটার্ন দিয়ে এসেছে বিনিয়োগকারীদের।

অ্যাক্সিস স্মলক্যাপ ফান্ড

অ্যাক্সিস স্মলক্যাপ ফান্ডে দেখা গিয়েছে বিগত সময়ে বাজারের অস্থিরতার কারণেও রিটার্নে খুব বেশি পতন আসেনি। স্থিতিশীল থেকেছে মুনাফা। ভাল ক্যাশফ্লোযুক্ত সংস্থায় বিনিয়োগ করে এই ফান্ড। ১০ বছরে এই ফান্ডে বার্ষিক ২০.৭৪ শতাংশ হারে রিটার্ন এসেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)