নয়াদিল্লি: একরাতে পর পর বেনজির দুর্ঘটনা। রাশিয়ায় ফের ট্রেন দুর্ঘটনা। এবার কার্স্ক অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে একটি মালগাড়ি। একটি সেতুর উপর দিয়ে ছুটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। মালগাড়ি সমতে সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর আসেনি। তবে কার্স্কের গভর্নর আলেকজান্ডার খিনস্তিন জানিয়েছেন, দুর্ঘটনার পর সেতু থেকে একেবারে নীচের রাস্তায় আছড়ে পড়ে মালগাড়িটি। (Russia Train Accident)

কার্স্কের গভর্নর আলেকজান্ডার সংবাদমাধ্যমে বলেন, "গতকাল রাতে জেলেঞ্জনোগরোস্ক জেলায় সেতুর উপর দিয়ে মালগাড়ি যাচ্ছিল। সেই সময় মালগাড়ি সমেতই ভেঙে পড়ে ট্রেনটি। ট্রেনের কিছু অংশ সেতুর নীচের রাস্তায় আছড়ে পড়ে।" দুর্ঘটনার পর মালগাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা গিয়ে সেই আগুন নেভান। মালগাড়ির চালক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মালগাড়িতে রেলের আরও কয়েকজন কর্মী ছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার কার্স্ক জেলাটিও ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত। ব্রায়ানস্কের পর কার্স্ক, পর পর সীমান্ত সংলগ্ন এলাকায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য়ে ষড়যন্ত্রের তত্ত্বও উঠে আসছে। (Train Accident News)

শনিবার রাতে প্রথমে ব্রায়ানস্কে যাত্রীভর্তি চলন্ত ট্রেনের উপর সেতু ভেঙে পড়ে। তার কয়েক ঘণ্টার মধ্যেই সেতু সমেত ভেঙে পড়ে মালগাড়িটি। মালগাড়ি দুর্ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও, ট্রেনের উপর সেতু ভেঙে পড়ায় কমপক্ষে সাত জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৭০। আহতদের মধ্য়ে রয়েছে শিশুরাও। দু'টি ঘটনাতেই তদন্ত শুরু করেছে রুশ সরকার। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ব্রায়ানস্কে যাত্রীভর্তি ট্রেনটি সেতুর নীচ দিয়ে ট্রেনটি ছুটে যাচ্ছিল। সেই সময় সেতুর একটি অংশ ট্রেনের উপর ভেঙে পড়ে, যার দরুণ লাইনচ্যুত হয় ট্রেনটির ইঞ্জিন এবং কয়েকটি কামরা। যদিও এই ঘটনাকে নেহাত দুর্ঘটনা বলে দেখতে নারাজ রাশিয়ার রেল কর্তৃপক্ষ। টেলিগ্রামে তাঁরা জানিয়েছেন, 'রেল পরিষেবায় বেআইনি হস্তক্ষেপ করা হয়'। 

ট্রেনের উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বও উঠে আসছে। রাশিয়ার বেসরকারি টেলিগ্রাম চ্যানেল Baza এবং SHOT দাবি করেছে, সেতুটি ভেঙে পড়েনি। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে সেটিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত ট্রেনের উপর সেতুটি ভেঙে পড়ে আচমকা। সেই সময় সেতুর উপর দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। সেটিও সজোরে ট্রেনের উপর আছড়ে পড়ে। ওই ট্রাকের নীচে একেবারে দুমড়ে যায় ট্রেনের কামরা। শিশুদের চিৎকার শোনা যায়। বিস্ফোরণ ঘটিয়ে সেতু উড়িয়ে দেওয়া হয় বলেও দাবি উঠছে। তবে এখনও পর্যন্ত রুশ সরকারের তরফে তেমন কিছু জানানো হয়নি।

তবে রুশ সাংসদের উচ্চকক্ষের সদস্য, আন্দ্রেই ক্লিশাস টেলিগ্রামে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন। তিনি লেখেন, 'ইউক্রেন এমন একটা দেশ, যারা সন্ত্রাসের আঁতুড়ে পরিণত হয়েছে'। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রায়ানস্কের দুর্ঘটনার নেপথ্য়ে নাশকতার ছক আছে বলে দাবি করেছেন রাশিয়ার সামরিক বিষয় নিয়ে লেখালেখি করা সেমন পেগভ। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে সীমান্ত সংলগ্ন ব্রায়ানস্ক, কার্স্কের মতো অঞ্চল মুহুর্মুহু গোলাবর্ষণ, ড্রোন হামলার সাক্ষী থেকেছে। ফলে ট্রেন দুর্ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরছেন অনেকেই।