Stock Market: ভারতের শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে বেশি ঝুঁকি থাকে স্মলক্যাপ স্টকের ক্ষেত্রে। কিন্তু একইসঙ্গে এই ধরনের স্টকগুলিতে রিটার্নও বহুগুণে বেশি পাওয়া যায়। এমন বেশ কিছু স্টকে (Smallcap Stocks) মাত্র ৩ মাসের মধ্যেই এসেছে ১০০ শতাংশ মুনাফা। অর্থাৎ এই তিন মাসে টাকা দ্বিগুণ করেছে এই ৫ স্টক। পকেট ভরেছে বিনিয়োগকারীদের। এর মধ্যে বিভিন্ন সেক্টরের স্টক (Stock Market) রয়েছে। ইলেকট্রনিক্স, অটোমেশন থেকে শুরু করে টেক্সটাইল আর ফিনটেক বিভিন্ন সেক্টরের স্টক রয়েছে এই তালিকায়। আপনার বিনিয়োগ ছিল এই স্টকগুলিতে ?

ASM Technologies

এটি একটি আইটি পরিষেবা সংস্থা যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ডিজিটাল ট্রান্সফরমেশন সলিউশন দিয়ে থাকে। এই সংস্থার শেয়ারেই গত ৩ মাসে ১০০ শতাংশ মুনাফা দিয়েছে। এখন এই সংস্থার স্টকের দাম রয়েছে ২৭৩০ টাকায়।

Concord Control Systems

মূলত ট্রান্সফর্মার, পাওয়ার সাপ্লাই এবং ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রাংশ তৈরি ও বিক্রি করে এই সংস্থা। ৮০০ থেকে ১২০০ কোটি টাকার বাজার মূলধন রয়েছে এই সংস্থার। এই স্টকের দামও বিগত ৩ মাসে ৭২ শতাংশ বেড়েছে। এখন এর দাম চলছে ১৮১০ টাকা।

Intellect Design Arena

এটি একটি আন্তর্জাতিক স্তরের ফিনটেক সংস্থা যা ব্যাঙ্কিং, ইনসিওরেন্স ও ডিজিটাল ফিনান্সের সংশ্লিষ্ট ডিজিটাল পণ্য উৎপাদন করে। এই স্টকের দাম বিগত ৩ মাসের মধ্যে ৭৪ শতাংশ বেড়ে গিয়েছে এবং এখন এর দাম রয়েছে ১১৫৩ টাকা।

Sirca Paints

নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ আরও বিভিন্ন দেশে এই সংস্থা তাদের পণ্য রফতানি করে। এই সংস্থার স্টকের দাম তিন মাসে ৬৭ শতাংশ বেড়েছে। ১৩ জুলাইয়ের নিরিখে এই সংস্থার বাজার মূলধন রয়েছে ২০৪২ কোটি টাকা।

Pearl Global Industries

এটি একটি শীর্ষস্থানীয় টেক্সটাইল ও অ্যাপারেল প্রস্তুতকারক। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন জায়গায় এই সংস্থা তাদের পণ্য রফতানি করে থাকে এবং ভারতের বস্ত্রশিল্পের দুনিয়াকে সমৃদ্ধ করে চলেছে। এই সংস্থার স্টকের দাম ৫০ শতাংশ বেড়েছে এই ৩ মাসে। এখন এই স্টকের দাম রয়েছে ১৫০৯ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)