UPI Payment: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নতুন সার্কুলার জারি করেছে যাতে ইউপিআইতে পিয়ার টু মার্চেন্ট লেনদেনের (UPI Rule) ক্ষেত্রে ডিমড অ্যাপ্রুভাল স্ট্যাটাস পরিচালনা করা যায়। আর এখানে অ্যাকুয়ারিং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (UPI Payment) এবং মার্চেন্ট ব্যাঙ্ক একই রাখা হয়েছে।

পিয়ার টু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে যেখানে মার্চেন্ট ব্যাঙ্ক ও অ্যাকুয়ারিং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার একই, সেখানে ইউপিআই এই লেনদেনের স্ট্যাটাস 'ডিমড অ্যাক্সেপ্টেন্স'কে অনলাইনে সফল বলে বিবেচনা করবে এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে এই রেসপন্স পাস অন করে দেবে। ৩ পার্টির ডিমড অ্যাপ্রুভ ট্রানসাকশনের ক্ষেত্রে ব্যাক-অফিস সিস্টেমের নিয়মে কোনও বদল আসবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়ম সংশোধনের ফলে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত হবে, গ্রাহকদের অভিযোগও কমে আসবে। এনপিসিআই ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের প্রয়োজনীয় পরিবর্তনগুলি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। সার্কুলারে বলা হয়েছে, সেটলমেন্ট, র ফাইল, অ্যাডজাস্টমেন্ট রিপোর্টস, জিএসটি রিপোর্ট, এনপিসিআই কমপ্লায়েন্স পেনাল্টি, আরবিআই পেনাল্টি, চার্জব্যাক রুলস ইত্যাদির ক্ষেত্রে আগের মতই আরসি-আরবি নিয়ম বজায় থাকবে।

উপরে উল্লিখিত অনলাইন সুইচের ক্ষেত্রে এই বদলগুলি আসবে, টিসিসি বা আরইটি হিসেবে লেনদেনের স্থিতি আপডেটের বর্তমান প্রক্রিয়া চালু থাকবে আগের মতই।

মার্চেন্ট ব্যাঙ্ক টাকা জমা করতে না পারলে এই নিয়ম প্রযোজ্য হবে

এর ফলে বেনিফিসিয়ারি ব্যাঙ্ক প্রয়োজনীয় যাচাইকরণের পরেই লেনদেনের প্রেক্ষিতে গ্রাহকের সঙ্গে ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট বা রিফান্ড বা আরইটি শুরু করবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে যেহেতু সার্ভিস রেসপন্স দেওয়া হয়ে থাকে, আর পালা করে মার্চেন্টকে তা দেওয়া হয়, তাই মার্চেন্ট গ্রাহককে সেইভাবেই পণ্য ও পরিষেবা প্রদান করবেন। মার্চেন্টের সঙ্গে নিশ্চিত না করে অনুপযুক্ত চিহ্নিত হওয়া বা আরইটির ভুল মার্কিং বা রিফান্ডের আবেদন গেলে তা মার্চেন্টকে 'নো ফান্ড' দেখাবে।

অন্যদিকে যদি ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট বা আরইটি শুরু না হয়ে থাকে, মার্চেন্ট ব্যাঙ্ক তাদের কাছেই সেই ফান্ড রেখে দেবে এবং বর্তমান নিয়ন্ত্রক ও আইনি পরিকাঠামো অনুসারে মার্চেন্টকে তা ক্রেডিট করবে।

ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে বেশ কিছু নম্বরে ইউপিআই পেমেন্ট আর করা যাবে না। ভারতের টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে উচ্চ ঝুঁকি সম্পন্ন মোবাইল নম্বরগুলিকে চিহ্নিত করা হবে এবং সেগুলিতে ইউপিআই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।