Stock Price: আজ মঙ্গলবার এই স্টকের দামে ব্যাপক লাফ লক্ষ্য করা গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ৫ শতাংশ সার্কিট দিয়েছে এই স্টক। প্রতিটি শেয়ার এখন ৩০.৬৩ টাকার স্তরে ট্রেড করছে। ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড রাষ্ট্রায়ত্ত সংস্থার (Stocks To Buy) পক্ষ থেকে ২৩১ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে সংস্থা। আর এল ওয়ান বিডার হিসেবেই এই অর্ডার (Stock Price) পেয়েছে সংস্থা।
কেমন পারফরম্যান্স করছে এই স্টক
সংস্থার নাম ওয়েলসপন স্পেশালিটি। আজ সকাল ৯টা ৪৮ নাগাদ এই সংস্থার শেয়ার ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০.০২ টাকার স্তরে পৌঁছেছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স আজ ০.৫৮ শতাংশ বেড়ে ৭৪,২৫৫-এর স্তরে ট্রেড করছে। সংস্থার বাজার মূলধন এখন রয়েছে ২০০১.০৯ কোটি টাকায়। সংস্থার শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৫৫.৫৪ টাকা এবং সর্বনিম্ন স্তর রয়েছে ২৮.৫ টাকা।
অর্ডারের সম্পূর্ণ তথ্য
ওয়েলসপন স্পেশালিটি সংস্থা ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডকে ৪০৫০ টন স্টেনলেস স্টিলের সিমলেস বয়লার টিউব সরবরাহ করবে। এই অর্ডারটি মূলত সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রজেক্টসের জন্য এবং জিএসটি বাদে এই প্রজেক্টের মোট মূল্য ২৩১.৭৮ কোটি টাকা। আগামী ১৩ মাসের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে এই অর্ডার সম্পূর্ণ করে দেবে সংস্থা।
ফান্ড সংগ্রহের পরিকল্পনা
সম্প্রতি এই ওয়েলসপন স্পেশালিটি সংস্থার বোর্ড ৩৫০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। রাইটস ইস্যু করার মাধ্যমে এই ফান্ড সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। এর জন্য সংস্থাটি ১৩ কোটি ইকুইটি শেয়ার ইস্যু করবে যার মোট মূল্য হবে ৩৪৯.৮৬ কোটি টাকা। একেকটি শেয়ারের দাম রাখা হয়েছে ২৬.৪ টাকা। আগামী ১০ মার্চ ২০২৫ থেকে এই অফার চালু হবে, বিডিং চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।
গত বছরের পারফরম্যান্স
গত এক বছরে এই সংস্থার শেয়ারের দাম ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। এই সময়ের মেয়াদে সেনসেক্স সূচক ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই নতুন আদেশ ও ফান্ড সংগ্রহের পরিকল্পনার পরে সংস্থাটির শেয়ারের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Fixed Deposit: এই চার ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন ৯.৫০ শতাংশ সুদ, FD-তে পাবেন নিশ্চিত রিটার্ন