হাওড়া : টানা ২ সপ্তাহ ধরে বাতিল করা হচ্ছে একাধিক ব্যান্ডেল লোকাল।  রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল থেকে ১৬ দিন চালানো হবে না ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক লোকাল। ১৯ মার্চ থেকে বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ধরে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক  ট্রেন বাতিল করা হচ্ছে। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করছে রেল। 


কোন কোন ট্রেন বাতিল 


ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেইন লাইনে দিনের বেলায়  ঘন্টা তিনেক ধরে কাজ হবে। তার জন্যই  ট্র্যাফিক ব্লক করা প্রয়োজন।এর জন্যই  নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল।  ১৯ তারিখ বুধবার থেকে শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার বাদে প্রতিদিনই লোকাল বাতিল  (Train Cancel) করা হবে। আগামী ০৯.০৪.২০২৫ , বুধবার কাজ শেষ হওয়ার কথা। এর জন্য  ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ কাটোয়া-বান্ডেল লোকাল বাতিল করা হবে। এর সঙ্গে আর কোনও ট্রেন যুক্ত হলে বা সময় সংক্রান্ত কোনও পরিবর্তন হলে তা স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের ঘোষণা অনুসরণ করার অনুরোধ করেছে রেল। 


গত সপ্তাহেও একাধিক ট্রেন বাতিল ছিল 


এর আগে গত রবিবার হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জেরে বাতিল করা হয় একাধিক ট্রেন। যার জেরে অসুবিধেয় পড়েন বেশ কিছু যাত্রী। যদিও রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আগে থেকেই। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছিল  হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ব্লক করতে হবে। তার জন্যই  ১৬ মার্চ এই ট্রাফিক ব্লক করা হয়।  একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়। 


দোলের দিনও বাতিল ছিল কয়েকটি  ট্রেন


তার আগে শুক্রবার দোল যাত্রা  উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৬৫ টি   ই এম ইউ (লোকাল  ট্রেন) বাতিল করা হয়।  এইসব ট্রেনগুলোর মধ্যে বেশিরভাগই ছিল সকালের দিকে লোকাল ট্রেন (Local Train) রয়েছে। রেল সূত্রে আগেই জানিয়ে দেওয়া হয়, দোলযাত্রা উপলক্ষে ওইদিন সকালের দিকে এই লোকাল ট্রেন গুলি বাতিল থাকবে।