Penny Stock: শেষ এক বছরে চমকে দেওয়া রিটার্ন এনে দিয়েছে এই পেনিস্টক। দাম ৫ টাকারও নীচে এই শেয়ারের, কিন্তু তারপরেও গত ৪ বছরের হিসেব ধরলে এই একটি স্টকেই এসেছে ১২১৫ শতাংশ রিটার্ন। এক বছরে ৩০৭ শতাংশ বেড়েছে এই পেনিস্টকের দাম। আগে দেখেছেন এই শেয়ার ?


কত বেড়েছে শেয়ারের দাম


শুধুমাত্র ২০২৪ সালের কথা ধরলে এই তিন মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৪৪ শতাংশ। এই মাস ধরলে ৪ মাসের মধ্যে ৩ মাসেই পজিটিভ রিটার্ন এসেছে এই স্টকে। মার্চ মাসে এই শেয়ারের দাম ৪.৪ শতাংশ কমে গেলেও এপ্রিলে এসে ১৪ শতাংশ দাম বেড়ে গিয়েছে এই পেনিস্টকের। তাছাড়া জানুয়ারি মাসেও এর দাম বেড়েছিল ৫৩ শতাংশ।


কোন সংস্থার শেয়ার


৮ এপ্রিল গতকাল এই পেনিস্টকের দাম এর সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে। ইন্ট্রাডে-তে এই শেয়ারের দাম হয় ২.৬৩ টাকা। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল ০.৪৬ টাকা। সেখান থেকে এর দাম বেড়ে গিয়েছে ৪৭২ শতাংশ। সংস্থার নাম শেখাওয়াতি পলি-ইয়ার্ন লিমিটেড যা কিনা একটি পলিয়েস্টার নির্মাতা কোম্পানি। ভারতে টুইস্টেড ইয়ার্ন ও তন্তু উৎপাদনের কাজ করে এই সংস্থা। ১৯৯০ সালে তৈরি হওয়া এই সংস্থার ঘরোয়া এবং আন্তর্জাতিক বাজারের জন্য নানা ধরনের ফেব্রিক ও সুতো তৈরি করে। শার্ট, পোশাক, শাড়ি, হোসিয়ারি ইত্যাদি নির্মাণে এই সব সুতো কাজে লাগে।


সংস্থার আয়-ব্যয়ের পরিসংখ্যান


ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার আয়-ব্যয়ের পরিসংখ্যান দেখলে শেখাওয়াতি পলি-ইয়ার্ন সংস্থার মুনাফা হয়েছে ২.৩৬ কোটি টাকা। ২০২২ সালের একই ত্রৈমাসিকে যেখানে এই সংস্থা ২.৬৬ কোটি টাকার ক্ষতি বয়েছিল। ২০২৩-এর ডিসেম্বর ত্রৈমাসিকে শেখাওয়াতি পলি-ইয়ার্ন সংস্থার রেভিনিউ ২০২২ সালের একই ত্রৈমাসিকের তুলনায় ৪৯ শতাংশ কমেছে। আগে যেখানে ২৫.৫৩ কোটি টাকা রেভিনিউ আসত, সেখানে এই ত্রৈমাসিকে রেভিনিউ এসেছে ১৩.১১ কোটি টাকা।


বলাই বাহুল্য বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত তিনটি ত্রৈমাসিকে এই সংস্থার রেভিনিউ কমেছে। শেষ দুই বছরে ROA-ও অনেকটাই কমেছে।    


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: IPO Listing: তালিকাভুক্তির দিনেই ১০৬ শতাংশ বাড়ল দাম, কোন আইপিওতে এত বিপুল মুনাফা ?