Stock Market: এই ধরনের স্টককে বলা হয় পেনিস্টক। অনেক কম দামে এই স্টকগুলি পাওয়া যায়, বিনিয়োগ ঠিক হলে সংস্থা ভরসাযোগ্য (Multibagger Stock) হলে কম সময়ের মধ্যেই এমন বহু স্টকে বিনিয়োগে কোটিপতি হয়েছেন বহু মানুষ। আর তেমনই একটি স্টকে মাত্র ৫ বছরেই মধ্যেই ১ লাখ টাকার বিনিয়োগ হয়ে গিয়েছে ১.৪৯ কোটি টাকা। গত শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে এই সংস্থার স্টক ০.৫২ শতাংশ বেড়েছে। আজকের দিনে এই স্টকের (Stock Market) দাম প্রায় ২ হাজার টাকা, তবে আজ থেকে ৫ বছর আগে এই স্টকের দাম ট্রেড করছিল মাত্র ১৩.৫০ টাকায়। ফলে ১৩ টাকা থেকে সোজা ২ হাজার টাকায় পৌঁছে গিয়েছে এই স্টকের দাম। সংস্থার নাম ইন্দো থাই সিকিউরিটিজ লিমিটেড। ৫ বছরে ১৪,৮২৫ শতাংশ লাফ দিয়েছে সংস্থার স্টকের দাম।
দারুণ রিটার্ন এসেছে সংস্থার শেয়ারে
এই সংস্থাটি ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ১২০৫ শতাংশ এবং ৪৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ২০২৪ সালেও দারুণ রিটার্ন দিয়ে এই বছর ২০২৫ সালে প্রথম দুই মাসের মধ্যেই এই স্টকে ৫৩ শতাংশ মুনাফা এসেছে। গত ৫ মাস ধরেই শেয়ার বাজারের অবস্থা শোচনীয় চলছে। বাজারে প্রবল সেল অফের আবহ, তবে ইন্দো থাই সিকিউরিটির শেয়ারে গত সাত মাসে পজিটিভ রিটার্ন এসেছে। শুধু সেপ্টেম্বর ২০২৪-এই ইন্দো থাই সিকিউরিটিজের শেয়ারে ৮০.৪৬ শতাংশ রিটার্ন এসেছে। আর তার আগে অগাস্ট মাসে বিনিয়োগকারীরা এই স্টক থেকে ৫৫.৪৬ শতাংশ মুনাফা পেয়েছেন।
কত মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের
আজ থেকে ৫ বছর আগে ১৩.৪০ টাকা দামে যদি এই শেয়ারে মোট ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন কেউ, তাহলে সেই বিনিয়োগ আজকের দিনে হয়ে যেত ১.৪৯ কোটি টাকা। ১৩.৪০ টাকার শেয়ার আজ বেড়ে হয়েছে ২ হাজার টাকায় আর রিটার্ন এসেছে এই ৫ বছরে ১৪,৮২৫ শতাংশ।
কী ধরনের ব্যবসা এই সংস্থার
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জে একটি টপ সার্ভিস ব্রোকারেজ হাউস হিসেবে কাজ করে চলেছে। রিয়েল এস্টেট, গ্রিন টেকনোলজির মত অনেক ধরনের পরিষেবা দিয়ে থাকে ইন্দো থাই সিকিউরিটিজ সংস্থা। এর বাজার মূলধন এখন প্রায় ২২০০ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)