Stock Market News: বিগত কয়েক দিনে বিপুল পতন এসেছে স্টক মার্কেটে। বহু স্টকেই পরপর কয়েক দিন ধরে লোয়ার সার্কিট লাগছে। এমনকী বহু মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) ভ্যালুও কমে গিয়েছে। তবে কিছু কিছু ফান্ড (Stock Market) রয়েছে যারা এর আগে পর্যন্ত দীর্ঘমেয়াদে বহুল মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। লাখ টাকা থেকে কোটিতে মুনাফা (ICICI Prudential Multi Asset Fund) দিয়েছে এই সমস্ত ফান্ডগুলি।


১০ লাখ টাকা থেকে ৭.২৬ কোটি


এমনই একটি ফান্ড হাউজ হল আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড যেখানে আজ থেকে ২২ বছর আগে ১০ লক্ষ টাকা জমা রাখলে আজকের দিনে রিটার্ন মিলত ৭ কোটি টাকা। আর নিফটি ২০০ টিআরআই-এর কথা বললে ১০ লাখ টাকা থেকে আজকের দিনে হয়েছে ৩.৩৯ কোটি টাকা। ২০০২ সালের ৩১ অক্টোবর কেউ যদি এই ফান্ডে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক ২১.৪৮ শতাংশ হারে বাড়ত। আর একই বিনিয়োগ নিফটি ২০০ TRAI সূচকে করে থাকলে বার্ষিক রিটার্ন মিলত ১৭.৩৯ শতাংশ।


এই ফান্ডে এসআইপি করলে কত রিটার্ন আসত


কোনো বিনিয়োগকারী যদি এই আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতেন তাহলে তা আজকের দিনে ২.৯ কোটি টাকা হত। আর এই সময়ের মধ্যে মোট বিনিয়োগদের অঙ্ক দাড়াঁত ২৬.৪ লক্ষ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা বার্ষিক ১৮.৩৭ শতাংশ হারে রিটার্ন পেতেন। আর একই বিনিয়োগ নিফটি ২০০ TRAI সূচকে করলে রিটার্ন আসত ১৪.৬৮ শতাংশ হারে।


মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়ছে


একদিকে স্টক মার্কেটে বিপুল পতনের কারণে সাধারণ মানুষ স্টকে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের থেকে দূরে থাকছেন আর অন্যদিকে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডগুলি বেশি পরিমাণে ব্লু চিপ স্টকগুলি কিনছে। এনএসডিএলের তথ্য অনুসারে এই বছর অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৯৪ হাজার কোটিরও বেশি শেয়ার বিক্রি করেছে ভারতের বাজারে। আর মিউচুয়াল ফান্ড হাউজগুলি ইকুইটি মার্কেটে ৯২ হাজার কোটির বেশি শেয়ার কিনেছে। নিফটির সেরা ১৫ স্টকে ৪৫ হাজার কোটির বেশি বিনিয়োগ করেছে ফান্ড হাউজগুলি। সবথেকে বেশি কেনা হয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ারে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 


আরও পড়ুন; PM Vishwakarma Yojana: এই সরকারি স্কিমে রোজ পাবেন ৫০০ টাকা, মিলবে ঋণও- কীভাবে আবেদন ?