মুম্বই: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর প্রায় দেড় বছর ক্রিকেটের বাইরে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চলতি বছরের আইপিএলে ২২ গজে প্রত্যাবর্তন হয়েছিল তারকা উইকেট কিপার ব্যাটারের। এরপর দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। কিন্তু দুর্ঘটনার পরের দিনগুলো কতটা দুর্বিসহ ছিল সে কথা বারবা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন। এবার পন্থের সঙ্গে সে সময় দেখা করতে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন রবি শাস্ত্রী। বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেছিলেন যে পন্থ হয়ত আর ক্রিকেটই খেলতে পারবেন না।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানিয়েছেন, ''আমি সেই সময়ের কথা কোনওদিন ভুলতে পারব না। ওর শরীর কেমন যেন বিকৃত হয়ে গিয়েছল। ওই দুর্ঘটনা হওয়ার এক মাসের মাথায় আমি ওকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ও নিজে ভীত ছিল তখন খুব। অনেক বড় অপারেশন হয়েছিল ওর। সারা শরীরে সেলাই ছিল। আমি নিশ্চিতভাবে বলত পারি, সেদিন কেউ আমার সঙ্গে ওকে দেখলে সেও এটাই ভাবত যে পন্থ হয়ত আর কোনওদিন ক্রিকেট খেলতে পারবে না। সেখান থেকে পুরো ফিট হয়ে ওঠা আর ক্রিকেটের মাঠে ফের ফিরে আসা একপ্রকার মিরাক্যালই বলব।'' শাস্ত্রী আরও বলেন, ''ওরকম পরিস্থিতি থেকে ফিরে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হওয়া, এরপর টেস্ট দলের সদস্য হওয়া, এটা বিশাল বড় প্রাপ্তি আমি বলব।'' উল্লেখ্য, ২২ গজে প্রত্যাবর্তনের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন পন্থ। আসন্ন অস্ট্রেলিয়া সফরেও দল তাঁর দিকে তাকিয়ে থাকবে। আগের দুটো বর্ডার গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া এসেছিলেন পন্থ। সে দেশে তাঁর গড় ৬২। আগের ২ বারই পন্থ যে ভারতীয় দলের সদস্য হিসেবে বর্ডার গাওস্কর ট্রফি জিতেছিলেন, সে দলের কোচ ছিলেন শাস্ত্রী।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ পন্থকে নিয়ে আরও বলেন, ''ওর সঙ্গে কথা বললে বোঝা যায় যে ক্রিকেটের প্রতি ওর সম্মান আরও কতটা বেড়ে গিয়েছে। চোট সারিয়ে ফিরে আসার পর থেকেই কঠোর পরিশ্রম করেছে পন্থ। গত কয়েক মাসে সেই ছবিটা দেখেছি আমি। যার জন্যই ফের টেস্ট ক্রিকেটে খেলতে পারছে ও।'' উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে রুরকি থেকে নিজের বাড়ি দিল্লিতে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা। দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি।